নিউজ ডেস্ক :
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী আজ। ১৯৮১ সালের এই দিনে এক ব্যর্থ সেনাঅভ্যুত্থানে চট্টগ্রাম সার্কিট হাউজে মর্মান্তিক মৃত্যু হয় তার। নানা কর্মসূচিতে দিনটি পালন করছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো।
জিয়াউর রহমানের জন্ম ১৯৩৬ সালের বগুড়ার গাবতলীর বাগবাড়িতে। একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার এবং জেড ফোর্সের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তাঁকে দেয়া হয় বীরউত্তম খেতাব।
পঁচাত্তরের ৭ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতার দৃশ্যপটে আবির্ভূত হন জিয়াউর রহমান। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন ১৯৭৭ সালে। রাষ্ট্রপতি নির্বাচিত হন আটাত্তরের জুনে। ১৯৭৯ সালের সেপ্টেম্বরে গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
১৯ দফা কর্মসূচি দিয়ে মাত্র সাড়ে তিন বছরের শাসনামলেই তিনি দেশে ঘটান কৃষি বিপ্লব। এর বাইরে গার্মেন্টস শিল্পের বিকাশ, জনশক্তি রপ্তানি, নতুন নতুন কলকারখানা স্থাপনসহ স্বনির্ভরতা অর্জনে জিয়াউর রহমানের উদ্যোগ ব্যাপক সাড়া জাগায়। ১৯৮১ সালে চট্টগ্রাম সার্কিট হাউজে কিছু বিপথগামী সৈনিকের হাতে নিহত হন প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
Leave a Reply