পিরোজপুর প্রতিনিধি:-
পিরোজপুর জেলার ভান্ডারিয়া কলেজের সাবেক ভিপি, পিরোজপুর ২ আসনের বিএনপির সম্ভাব্য মনোনয়ন প্রার্থী জনাব মাহামুদ হোসেন ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাড়িছেন।
আজ রবিবার (২জুন) পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও স্বরুপকাঠী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে বিএনপির নেতাকর্মীদের মাধ্যমে ত্রানসামগ্রী ও সহায়তা প্রদান করেন মাহামুদ হোসেন।
তিনি বলেন, ঘূর্ণিঝড়সহ সব বিপদ-মুছিবত মহান আল্লাহর পক্ষ থেকে আসে। কোনো বিপদই স্থায়ী থাকে না। আল্লাহ তা’য়ালার পরীক্ষা শেষ হলে বিপদও কেটে যায়। সাম্প্রতিক কালের ভয়াবহ ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপির নেতাকর্মীরা তাদের সাধ্যমত সর্বোচ্চ সহযোগিতা নিয়ে দাঁড়িয়েছে। এ কঠিন পরিস্থিতিতে মূলত প্রধান দায়িত্ব সরকারের ওপরেই বর্তায়। সরকারের উচিত সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়ানো।
এসময় তিনি দেশের হৃদয়বান ও বিত্তবানদের বিপন্ন এই মানুষগুলোর সাহায্যে যার যার জায়গা থেকে এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন স্বরুপকাঠী পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আমিনুল ইসলাম মিজান, পৌর যুবদল নেতা মোঃ মামুন সরদার, থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ জসিম উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ খালেদ, থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ নাঈমসহ আরও অনেক স্থানীয় নেতৃবৃন্দ।
পিরোজপুর সংবাদদাতা:-