মো: জুলহাস উদ্দিন হিরো, স্টাফ রিপোর্টার।
শেরপুরের নালিতাবাড়ীতে
নবাগত ইউএনও মাসুদ রানা’র সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনূষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ জুন) বিকেলে উপজেলা হলরুম মেঘমালায় ইউএনও মাসুদ রানা’র সভাপতিত্বে সভায় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের পরিচিতি ও নানা বিষয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের উপস্থাপনায় এতে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি আঃ মান্নান সোহেল, সহ সভাপতি বিপ্লব দে কেটু, দৈনিক দেশের ডাক প্রতিনিধি আমিরুল ইসলাম, আমাদের সময় প্রতিনিধি এম সুরুজ্জামান, নয়া দিগন্তের আঃ মোমেন, দেশের কন্ঠের জাফর আহমেদ, মানব কন্ঠের এম উজ্জল, আজকের পত্রিকার অভিজিত সাহা, স্বাধীন বাংলার শাহাদাত হোসেন, লাল সবুজ প্রতিনিধি রবিউল ইসলাম প্রমুখ।
এসময় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সভায় নব যোগদানকৃত নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা এলাকার উন্নয়ন, জনসেবাসহ অপরাধ দমনে নিরপেক্ষ দায়িত্ব পালনে
সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
Leave a Reply