পিরোজপুর প্রতিনিধি:-
ঘূর্ণিঝড় রেমালে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়নের সকল ওয়ার্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও দাউদখালী ইউনিয়ন সমাজ কল্যাণ ছাত্র-যুব সংগঠনের প্রধান উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব এ আর মামুন খানের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ আর মামুন খান দীর্ঘদিন থেকেই বিভিন্ন সমাজ সেবামূলক কার্যক্রমের সাথে সম্পৃক্ত রয়েছেন। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ প্রসঙ্গে জানতে চাইলে তিনি এই প্রতিবেদককে বলেন, “কোন রাজনৈতিক উদ্দেশ্যে নয় বরং মানবিক চিন্তাধারা থেকেই তিনি তার সাধ্য অনুযায়ী ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন এবং ভবিষ্যতেও যে কোন প্রয়োজনে দরিদ্র, সুবিধা বঞ্চিত ও ক্ষতিগ্রস্ত মানুষের জন্য তিনি তার সাধ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখবেন।
দাউদখালী ইউনিয়ন সমাজকল্যাণ ছাত্র- যুব সংগঠনের ব্যানারে এ আর মামুন খানের পক্ষে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করেন মোঃ মিরাজুল ইসলাম , মোহাম্মদ বেলায়েত হোসেন রিমন, মোঃ মাহমুদুল হাসান, আলিম ফরাজী স্বপন, মোঃ সোহাগ হোসেন , মোঃ শফিকুল ইসলাম রুবেল, মোঃ ইউনুছ হাওলাদার (সৌদি প্রবাসী),মোঃ আদনান হাবিব,
আব্দুল্লাহ আল মামুন, আব্দুর রহমান, মোঃ সাকিল ইসলাম রানা , মোঃ মামুন মিয়া, মোঃ স্বপন মোল্লা -সহ দাউদখালী ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পিরোজপুর সংবাদদাতা:-
Leave a Reply