মো: জুলহাস উদ্দিন হিরো, স্টাফ রিপোর্টার।
“কৃষিই সমৃদ্ধি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে ২০২৩-২৪ অর্থ বছরের মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় প্রদর্শনী বাস্তবায়নোত্তর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ জুন) বিকেলে শ্রীবরদী উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের আয়োজনে পৌর সভার তারাকান্দি মহল্লার তোফাজ্জল হোসেন মাস্টারের বাড়ির উঠানে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাবেক শিক্ষক আজিজুর রহমান।
কৃষি উপ-সহকারী জিল্লুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক, হুমায়ুন কবীর। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলদার, কৃষক প্রতিনিধি আলমগীর হোসেন, কৃষক মতিউর রহমান ও ইব্রাহীম মিয়া। এসময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি অফিসার রওশনারা বেগম কাকলী, মহিলা কাউন্সিলর জোসনা বেগম, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শতাধিক কৃষক-কৃষাণী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply