মো: জুলহাস উদ্দিন হিরো, স্টাফ রিপোর্টার।
‘‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়েছে। ৫ জুন বুধবার সকাল ১১ ঘটিকায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জেলা প্রশাসক এর কার্যালয়ের চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। উক্ত র্যালিতে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম; পুলিশ সুপার মোঃ আকরামুল হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান, মোঃ রফিকুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নূর কুতুবে আলম
সিদ্দিকসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, বিভিন্ন পরিবেশবাদী সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায়, বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোঃ আকরামুল হোসেন পিপিএম। আলোচনা সভা শেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।