ইমন মিয়া, নিজস্ব প্রতিবেদক:
মানুষের দুই হাতের অতলে আরেকটা হাত আছে তার নাম অযুহাত। সময় নাই, খুব ব্যস্তার মাঝে ডুইবা আছো এই গুলা হইতাছে রুপ কথার গল্পের মতো, বাস্তবতার কোন ছোঁয়া নাই। বাস্তবতা হইল তোমার সময়ের মূল্য বৃদ্ধি পাওনের লগে লগে আমার মূল্য তোমার কাছে এতবেশী কইমা গেছে যে, অহন আর আমার কোন অনুরোধই তোমার সময়রে কিনবার পারতেছে না। একচিমটি কথা কওনের লাইগা আমার হা-হুতাশ করা আবেগ অহন আর তোমার দাম্ভিকতার দেয়ালরে ভাঙ্গাতে পারতেছে না। তুমি যে কথা কইতে গিয়া ঠোঁটের আগায় আইনাও গিল্লা ফেলো কইতে না পাইরা, সে কথা আমি জানি। তার চেয়ে ভালো একদিন ঝেড়ে কাশো। চমৎকার পাষাণ হও তুমি। হৃদয়হীনের মত আমারে কইয়া দাও, তুমি যাও। তোমারে ভাল্লাগে না অহন আর আমার। কইয়া দাও, তোমারে পারেতেছি না আর ভালোবাসতে। তুইলা নাও তোমার সে সব আবেগী কথা যে সব বলতে বলতে একদিন আমাগো রাত পার হইয়া গেছে মুঠোফোনের আলাপে, মিথ্যা কইরা দাও সে সব স্মৃতি যেসব তুমি তিল তিল কইরা জড়ো করছো আমারে ভালোবেসে। ভুইলা যাও সেসব প্রতিশ্রুতি সে সব তুমি ভালোবাসার কসম খাইয়া কইছিলা কখনও মিথ্যা হইবো না। ছারখার আমি হইলে হইলাম। পিরিতের তো এই চিরচেনা আচরণ। মন থেকে ভালোবাসলে মরতে হয়, ভাঙ্গাতে হয়, জ্বইলা পুইড়া ছারখার হতে হয়। তবুও সময় নেই বলে তোমার এই মিথ্যা শান্তানা আমার আর ভাল্লাগে না। দম আটকাইয়া আসে। খোঁজ নিও না, মনে রেখো না, দিও না মেসেজের উত্তর, বিরক্ত হয়ে করো না ফোন কল, ভুলে যাও সব। চলে যাবে তো সোজা চলে যাও ফিরে এসো না আর। ভালোবেসে যদি শস্তা হতে হয়, দিনের পর দিন নিজের আত্মসম্মান খোয়াতে হয়, একটু সময় ভিক্ষা চেয়ে অনুরোধ করতে হয়, পায়ের কাছে পড়ে থাকতে হয়, ভালো থাকার বিপরীতে বিষন্নতা নিয়ে অপেক্ষা করতে হয় সারাক্ষণ, তবে এই ভালোবাসার চেয়ে একা থাকাই শ্রেয়।
আমি মানুষ, কোন মাটির পুতুল নই। যে আমায় তুমি ছেলে খেলার মত যেমন খুশি ভেঙে চূর্ণচূর্ণ করবে।