মাসুদ রানা:( পাবনা প্রতিনিধি)
পাবনার সুজানগর উপজেলার চিনাখড়া গোরস্থানে পাঁচটি কবর থেকে লাশ চুরির ঘটনা ঘটেছে।
শুক্রবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। গোরস্থান পরিস্কার করতে এসে শনিবার দুপুরে দেখতে পায় গোরস্থানের লোকজন। এরপর কমিটির সভাপতি ও স্থানীয় চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান কে জানালে তিনি প্রশাসনকে অবগত করেন।
সরেজমিনে গিয়ে দেখা যায় বিশ্বরোডের সাথে গোরস্থান সেখানকার পাঁচ টি কবরের মাটি খোঁড়া হয়েছে। এলাকার অনেক নারী পুরুষ এই ঘটনা দেখতে গোরস্থানে এসে ভিড় করছে।
মায়ের লাশ হারানো এরশাদ বলেন আজকে দুপুরে আমি জানতে পারি যে আমার মায়ের কবর খোঁড়া হয়েছে তাই দেখতে এসেছি। এটা একটা মহা পাপ আমরা এই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান ও গোরস্থান কমিটির সভাপতি বলেন ঈদ উপলক্ষে গোরস্থান পরিস্কার করার জন্য লোক লাগানো হলে শনিবার দুপুরে যখন তারা গোরস্থান পরিস্কার করছিল তারা দেখতে পায় কবরের মাটি খোঁড়া। এর পর আমাকে খবর দিলে আমি দেখতে বলি মোট কয়টি কবর খোঁড়া হয়েছে। এর পরে আমি ওসি সাহেব ও উপজেলা প্রশাসনকে অবগত করি এ নিয়ে তদন্ত চলছে।
এদিকে লাশ বা কঙ্কাল চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এধরনের ন্যাক্কারজনক ঘটনায় জড়িত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী।
এ বিষয়ে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন বলেন আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। মোট পাঁচটি কবর থেকে লাশ বা কঙ্কাল চুরি হয়েছে।অত্যান্ত গুরুত্ব দিয়ে বিষয়টি তদন্ত চলছে। এই ঘটনায় জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।
Leave a Reply