আব্দুল মজিদ মল্লিক, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুরে মাদক দ্রব্য উদ্ধার অভিযানকালে নওগাঁ জেলা পুলিশ কর্তৃক ১০১ কেজি গাঁজা উদ্ধারসহ আসামী ২ জনকে গ্রেফতার করেছে।
গত শনিবার রাতে জেলা পুলিশ সুপার নওগাঁ জনাব মুহাম্মদ রশিদুল হক পিপিএম মহোদয়ের দিক নিদের্শনায় বিশেষ অভিযানে মোঃ গাজিউর রহমান পিপিএম অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত) এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ হাশমত আলী ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, নওগাঁ সহ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে নওগাঁ জেলার নিয়ামতপুর থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটিতে রওনা করেন। এরপর নওগাঁ জেলার নিয়ামতপুর থানাধীন ছাতড়া বাজার এলাকায় অভিযানে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে নিয়ামতপুর থানাধীন সান্তোষপাড়া গ্রামস্থ জনৈক মোকলেছার এর পুকুরের আশেপাশে একটি কাভার্ট ভ্যানযোগে অবৈধ মাদকদ্রব্য গাঁজা পরিবহন করে স্থানীয় মোঃ ইসকেন্দার মিয়াসহ কিছু লোকের নিকট হস্তান্তরের জন্য যাচ্ছে। উক্ত সংবাদের সত্যতা যাচাই করার জন্য অফিসার ও ফোর্স উক্ত স্থানের আশেপাশে গোপনে অবস্থান কালে গভীর রাতে নিয়ামতপুর থানাধীন ২নং চন্দননগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সান্তোষপাড়া গ্রামস্থ জনৈক মোকলেছার (৬০), পিতা- মৃত হবিবর রহমান এর পুকুরের সামনে ছাতড়া বাজার হতে সান্তোষপাড়া গামী পাকা রাস্তার উপর পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ১০/১২ জন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে মোঃ সুমন বাপ্পি (৩৫) ও মোঃ টুয়েল মন্ডল (৫৫), নামের দুজনকে আটক করে পুলিশ বাকী ৮/১০ জন ব্যক্তি দৌঁড়ে পালিয়ে যায়। ধৃত আসামীদ্বয়ের স্বীকারোক্তি ও নিজ হাতে বের করে দেওয়া মতে উদ্ধারকৃত আলামত ০১ কাভার্ট ভ্যানের পেছনের কাভার্ট অংশের ভেতরে রক্ষিত ০৪টি পাটের বস্তা, যার মধ্যে ০২টি বস্তায় ০৯টি করে ১৮ পোটলা এবং ০২টি বস্তায় ৮টি করে ১৬ পোটলা সর্বমোট ৩৪ (চৌত্রিশ) পোটলা অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য শুকনো গাঁজা। যার প্রতিটি পোটলা খাকি রংয়ের কসটেপ এবং পলিথিন দিয়ে মোড়ানো। উদ্ধারকৃত গাঁজা পরিমাপ করলে ৩৩ (তেত্রিশ) ৯৯ কেজি এবং অপর ১টি পোটলার ওজন ২ কেজি, সর্বমোট ১০১ (একশত এক) কেজি। যার মূল্য আনুমানিক ২০,২০,০০০/-(বিশ লক্ষ বিশ হাজার) টাকা, আলামত ২। মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১টি নীল হলুদ রংয়ের কাভার্ট ভ্যান যার রেজিঃ নং-ঢাকা মেট্রো ড-১৪-৮৩৯২, যার ইঞ্জিন নং-49TC93AYX602077 চেসিস নং-MAT38653M8R01320, এ সংক্রান্তে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয় এবং ধৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীদ্বয় জানায় যে গাঁজার চালানটি কুমিল্লা থেকে নওগাঁর ছাতড়া এলাকায় বিক্রয়ের জন্য নিয়ে যাচ্ছিল। এ সংক্রান্তে নিয়ামতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারের অভিযান অব্যহত রয়েছে।
Leave a Reply