আব্দুল মজিদ মল্লিক, আত্রাই (নওগাঁ) থেকে:
নওগাঁর আত্রাইয়ের বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের চারজন শিক্ষার্থী হটাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। গত রোববার (৯ জুন) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তাদের ভর্তি করানো হয়। এ বিষয়ে বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বুলবুল হোসেন বলেন, স্কুল চলাকালে হঠাৎ করেই সপ্তম শ্রেণিতে পড়ুয়া মশফিকা, মাহিলা, রাবেয়া এবং সাদিয়া আক্তার নামে চার ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে তাদেরকে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ওই শিক্ষার্থীরা এর আগে গত বছরও প্রায় একইভাবে অসুস্থ্ হয়ে পড়েছিল। সম্ভবত ভ্যাপসা গরমে অসুস্থ হয়ে পড়েছে তারা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর জরুরি বিভাগের চিকিৎসক কানিজ মাহমুদা বলেন, অসুস্থ হয়ে বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের চার শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছেন। অতিরিক্ত গরমে পানিশূন্যতার কারণে এমনটি হতে পারে। বর্তমানে তাদের চিকিৎসা চলছে।