ইসলামপুর (জামালপুর) প্রতিনিধিঃ
জামালপুরের ইসলামপুরে যমুনা নদীতে এক জেলের ছিপ জালে ধরা পড়েছে ১৮ কেজি ওজনের এক বোয়াল মাছ। এ খবর শুনে মূহুর্তের মধ্যে বোয়াল মাছটি দেখতে এলাকায় হৈচৈ পড়ে যায়। মাছটি দেখতে এলাকার শত শত নারী পুরুষ ভিড় করে। পরে মাছটি বিক্রি করা হয় ২২ হাজার টাকায়।
মঙ্গলবার (১৮ জুন) সকাল ১১ টার দিকে যমুনা নদীর বলিয়াদহ আগারি এলাকার ভুন্দুলি মাঝির ছেলে এনামুল ছিপ নিয়ে নদীতে আসা পানিতে ছিপ ফেলে। কিছুক্ষণ পর তার জালে উঠে আসে বিশাল আকৃতির একটি বোয়াল মাছ।
মাছটি জালে আটকে গেলে বেশ কিছুক্ষণ সময় লাগে ডাঙ্গায় তুলতে। মাছটি দেখতে এলাকাজুড়ে বেশ হৈ চৈ পড়ে যায়। নদীতে বড় মাছের আগমন নিয়ে বেশ কৌতূহলের সৃষ্টি হয়। বিশাল আকৃতির মাছটি বাজারে না তুলে এলাকাতে বিক্রি করা হয়। এলাকার ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল সাকিব নামে ঐ মাছটি কিনে নিয়েছেন।
ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল সাকিব জানান, সকালে বিশাল আকৃতির বোয়াল মাছ ধরা পড়েছে শুনে এলাকায় বেশ হৈ চৈ পড়ে যায়। হৈ চৈ শুনে আমিও মাছটি দেখতে যাই। গিয়ে দেখি ভুন্দুলি মাঝির ছেলে এনামুলের ছিপ জালে বোয়াল মাছটি ধরা পড়েছে। পরে মাছটি ওজন করা হলে ১৮ কেজি হয়। মাছটি লম্বায় প্রায় ৫ ফুটের মতো ছিল মানে একজন মানুষের সমান ৷ মাছটি আমার পছন্দ হলে দাম দর করে ২২ হাজার টাকায় কিনে নিয়েছি। যমুনার বোয়াল মাছ অনেক সুস্বাদু। নদীর পানি বৃদ্ধির কারণে এমন মাছ পাওয়া গেছে।
ভুন্দুলি মাঝির ছেলে এনামুল জানান, যমুনার পানি বৃদ্ধি হওয়া দেখে আমি সকালে ছিপ জাল নিয়ে নদীতে যাই। জাল ফেলার কিছুক্ষণ পরে আমার ছিপ জাল ভর দিলে একটি বিশাল আকৃতির বােয়াল মাছ আমার জালে ধরা পড়লে খুব কস্ট এবং চেষ্টার করল ডাঙ্গায় তুলে আনি। পরে মাছটি দেখতে এলাকার মানুষ ভিড় জনায়। পরে ঐ মাছটি ২২ হাজার টাকায় বিক্রি করি। ২২ হাজার টাকায় মাছটি বিক্রি হওয়ায় ভুন্দুলি মাঝির ছেলে এনামুলের পরিবারের মাঝে আনন্দ বিরাজ করছে। ছিপ জালে বড় মাছ ধরা পড়ার খবরে বলিয়াদহ এলাকায় ছিপ জাল ফেলার ধুম পড়ে যায়।
সুমন খন্দকার
ইসলামপুর, জামালপুর।