আব্দুল মজিদ মল্লিক,
আত্রাই (নওগাঁ) থেকে:
নওগাঁর আত্রাইয়ে একটানা চতুর্থবারের মতো উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এবং শপথ গ্রহণ শেষে অফিসের প্রথমদিনে বিজয় সংবর্ধনা ও আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমানের এই বিজয় সংবর্ধনা ও আনন্দ রালী অনুষ্ঠিত হয়েছে।
এদিন দুপুরে চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমানের নিজ জন্মভূমি শুটকিগাছা থেকে নেতা-কর্মী ও সমর্থকদের সাথে বিশাল মোটরসাইকেল বহর নিয়ে উপজেলা পরিষদ চত্বরে আসেন। এরপর আনন্দ র্যালী বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শেষে উপজেলা পরিষদ চত্বরে নেতা-কর্মী সমর্থকরা এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছা জানান। এরপর আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান প্রামানিক, ভাইস চেয়ারম্যান হাফিজার রহমান শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী ইয়াসমিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবু, আহসান গঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম শহিদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমিনুল ইসলাম হেলালসহ দলীয়, সমর্থক নেতা-কর্মী এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে আনন্দ র্যালী ও সংবর্ধনা শেষে উপজেলা পরিষদ চেয়ারম্যানের অফিস কক্ষে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে চেয়ারম্যান এবাদুর রহমান, মেয়ে রোকসানা আফরোজ রিমকি, জামাই নজরুল ইসলাম বিভিন্ন প্রসঙ্গ তুলে ধরে বক্তব্য রাখেন। রোকসানা আফরোজ বলেন, তার বাবা এবাদুর রহমান গত ২০০৯ সালে প্রথম আত্রাই উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর ২০১৪ এবং ২০১৯ সালেও নির্বাচনে নির্বাচিত হন। সব শেষে একটানা চতুর্থবারের মতো ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হন।
এর আগে চেয়ারম্যান এবাদুর রহমান দুই বার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন।কিন্তু প্রতিপক্ষরা ঈর্ষান্বিত হয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই সবাইকে সজাগ থাকতে এবং সার্বিক সহযোগিতা করতে আহ্বান জানান।
আব্দুল মজিদ মল্লিক।
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি।