সাঁথিয়া প্রতিনিধি :
পাবনার সাঁথিয়ায় মালয়েশিয়া প্রবাসী এক যুবক দেশে ফিরে ঋণের চাপে হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছেন। বুধবার (২৬ জুন) ভোর রাতে বাড়ির পাশে আমগাছের সঙ্গে রশি বেঁধে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন।
নিহত যুবকের নাম জাহিদুল ইসলাম। তিনি ক্ষেতুপাড়া ইউনিয়নের রসুলপুর গ্রামের শুকচাঁদ আলীর ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, জাহিদুল প্রায় এক বছর আগে বিভিন্ন জনের কাছ থেকে ঋণ করে মালয়েশিয়া যায়। সেখানে গিয়ে প্রতারকের খপ্পরে পড়ে গত মাসে দেশে ফিরতে বাধ্য হন। তখন থেকে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। ঋণের টাকা পরিশোধ করতে না পারা চাপ এবং আবার বিদেশ যাওয়ার টাকা জোগাড় করতে না পারায় হতাশাগ্রস্ত ছিলেন। গত মঙ্গলবার রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বের হন জাহিদুল। ভোরে তাকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে স্বজনেরা দেখতে পান বাড়ির পাশের আমগাছে তিনি ফাঁস নিয়েছেন। পরবর্তীতে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
জাহিদুলের ভাগ্নে রিপন হোসেন বলেন, আমার মামা বাড়ি ফিরে আসার পর থেকে ঋণের টাকা জোগাড়ে সব সময় দুশ্চিন্তা করত। কিছুটা মানসিক ভারসাম্যও হারিয়েছিলেন তিনি।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, এক যুবকের আত্মহত্যার খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনায় পাঠানো হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply