মো: জুলহাস উদ্দিন হিরো,স্টাফ রিপোর্টার।
শেরপুরের ঝিনাইগাতীতে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিন ব্যাপী কৃষি মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার ২৯ জুন সকাল সাড়ে ১০ টায় উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুল আলম রাসেল। উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো: জহুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে
বক্তব্য রাখেন , উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হুমায়ুন দিলদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রকিবুল ইসলাম রোকন, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার দিলরুবা আক্তার,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদ হাসান প্রমুখ।
অতিথিদের বক্তব্য শেষে কৃষক কৃষাণীদের মাঝে বিনামূল্যে বৃক্ষ বিতরণ ও কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায়
ক্ষুদ্র ও প্রান্তিক ১৪'শ কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। সবশেষে কৃষি মেলায় প্রদর্শিত ১৬ টি স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ।