নড়াইল প্রতিনিধিঃ
নড়াইল পৌরসভার আগামী ২০২৪-২০২৫ অর্থ বছরের জন্য ৮১ কোটি ৮১ লাখ ৮১ হাজার ৮ শত ৮১ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে আগামি অর্থ বছরে আয় ও ব্যয় সমান দেখানো হয়েছে। রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ২৬ কোটি ৩১ লাখ ৮১ হাজার ৮শ ৮১ টাকা, উন্নয়ন খাতে ১ কোটি ৫০ লাখ টাকা এবং প্রকল্প খাত থেকে ৫৪ কোটি টাকা আয় দেখানো হয়েছে।২০২৩-২০২৪ অর্থ বছরে সংশোধিত বাজেট বিবরণী হিসাবে ১৩ কোটি ৯১লাখ আটানব্বই হাজার দুইশত এগার টাকা উল্লেখ করা হয়েছে।
রোববার (৩০জুন) দুপুরে নড়াইল পৌরসভার কার্যালয়ের সভাকক্ষে এ বাজেট ঘোষণা করেন নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা। বাজেট আলোচনায় অংশগ্রহন করেন, নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু,জেলা আওয়ামীলীগের সাবেক সেক্রেটারি সৈয়দ মোহাম্মদ আলী, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, খন্দকার মাসুদ হাসান, পৌরসভার হিসাব রক্ষক মোহাম্মদ সাইফুজ্জামানসহ বিশিষ্ট নাগরিকবৃন্দ। এ সময় পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এমদাদুল ইসলাম ইমদাদ, পৌরসভার প্যানেল মেয়র কাজী জহিরুল হক, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ ওহাবুল আলম, নড়াইল পৌর আওয়ামী লীগের সভাপতি মলয় কুমার কুন্ডু,পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিশিষ্ট নাগরিকবৃন্দসহ বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বাজেট অধিবেশনে নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা তাঁর আমলে বিগত প্রায় ৪ বছরে পৌরসভার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কথা তুলে ধরে বলেন, নড়াইল পৌরসভা একটি উন্নয়ন প্রকল্পের আওতায় অর্ন্তভূক্ত হতে যাচ্ছে। বিশ্বব্যাংকের এই নতুন প্রকল্পের কাজ শুরু হলে পৌরসভার বিভিন্ন সড়ক, ড্রেনেজ ব্যবস্থাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে গতি আসবে। ফলে একটি পরিকল্পিত পৌরসভা গড়ে তোলা সম্ভব হবে। তিনি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।