নড়াইল প্রতিনিধিঃ
চলমান উচ্চমাধ্যমিক ও সমমান (এইচ এস সি) পরিক্ষার কক্ষ পরিদর্শকের দায়ীত্ব ফেলে নড়াইল পৌরসভার বাজেট মিটিংয়ে সাংবাদিক নামধারী শিক্ষক হুমায়ুন কবির রিন্টুর উপস্থিত থাকার অভিযোগ উঠেছে।
এ নিয়ে জনমনে নানান প্রশ্নের জন্ম দিয়েছে। তিনি কিভাবে এইচএসসি পরীক্ষার কক্ষ পরিদর্শকের গুরুত্বপূর্ণ দায়িত্ব ফেলে সামান্য টাকার জন্য পৌরসভার বাজেট মিটিংয়ে অংশগ্রহণ করে গেলেন।
সারাদেশে আজ ৩০ ই জুন ২০২৪ ইং তারিখে উচ্চমাধ্যমিক ও সমমান পরিক্ষা শুরু হয়েছে। সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত পরিক্ষা হয়েছে।
নড়াইল মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ক্রিড়া শিক্ষক হুমায়ুন কবির রিন্টুর নড়াইল সরকারী মহিলা কলেজ কেন্দ্রে চলমান এইচ এস সি পরিক্ষার কক্ষ পরিদর্শকের দায়িত্ব ছিল।
অথচ তিনি তার সে দায়ীত্ব পালন করার মাঝেই বেলা সারে ১২ টার দিকে নড়াইল পৌরসভার ২০২৪ -২০২৫ সালের বাজেট মিটিংয়ে উপস্থিত হন।
পৌরসভার কর্মচারী শাহীনা আক্তার জানান, হুমায়ুন কবির রিন্টু নড়াইল পৌরসভার বাজেট মিটিংয়ে এসেছিলেন এবং আমার পাশে বসে ছিলেন।
এ বিষয়ে পৌরসভার হিসাব রক্ষক জামান মুঠোফোনে এ প্রতিবেদক কে জানান, হুমায়ুন কবির রিন্টু সম্মানী নেওয়ার জন্য আমার কাছে এসেছিল, আমি কালকের কথা বলে দিয়েছি।
সাংবাদিক কৃপা বিশ্বাস বলেন,হুমায়ুন কবির রিন্টু ভাই নড়াইল পৌরসভার বাজেট মিটিংয়ে এসেছিলেন। তবে তিনি যে নড়াইল সরকারি মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার দায়িত্বে থেকে বাজেট মিটিংয়ে এসেছেন সেটা আমি জানিনা।
নড়াইল সরকারী মহিলা কলেজের পরিক্ষা পরিচালনা কমিটির আহ্বায়ক সবুজ কুমার হালদার এ বিষয়ে জানান, হুমায়ুন কবির রিন্টুর কক্ষ পরিদর্শকের দায়ীত্ব আমাদের কলেজে ছিল। কিন্তু আমি তার কেন্দ্রে অনুপস্থিত থাকার বিষয়ে কিছু জানিনা।
আপনি ইসলাম শিক্ষার প্রভাষক মাহমুদুর রহমানের সাথে কথা বলেন তিনি এ বিষয়ে ভালো বলতে পারবেন।
এ বিষয়ে নড়াইল সরকারি মহিলা কলেজের প্রভাষক মাহমুদুর রহমান জানান,হুমায়ুন কবীর রিন্টুর দায়ীত্ব মহিলা কলেজে ছিল। কিন্তু কখন কেন্দ্র থেকে বেরিয়ে গেছে তা আমি বলতে পারবোনা।
নড়াইল সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসার বিশ্বজিৎ কুমার ভৌমিক জানান,হুমায়ুন কবির রিন্টু আমার কলেজে ডিউটি করেছে। কিন্তু সে কখন কেন্দ্র থেকে বেরিয়ে গেছে আমি জানিনা।
এ বিষয়ে পরিক্ষা পরিচালনার দায়ীত্বে যারা ছিল তারা ভালো বলতে পারবেন।তবে পরিক্ষা শেষ হওয়ার পূর্বে যদি সে বেরিয়ে যেয়ে থাকে তাহলে অবশ্যই যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।
এবিষয়ে অভিযুক্ত শিক্ষক হুমায়ুন কবির রিন্টুর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে অসংলগ্ন কথা বার্তা বলে চুপ করে থাকেন, এবং বার বার পরিক্ষা কেন্দ্র থেকে পরিক্ষা শেষ না করে পৌরসভার বাজেট মিটিংয়ে উপস্থিত হওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি আর কোন কথা বলেন নি।
Leave a Reply