নড়াইল প্রতিনিধিঃ
বাংলাদেশ কৃষি ব্যাংক, নড়াইল শাখা থেকে রেমিট্যান্স গ্রহন করে লটারীর মাধ্যমে ১ ম পুরস্কার (ফ্রিজ) পেয়েছেন মোঃ হুমায়ুন কবির।
হুমায়ুন কবিরের বাড়ি নড়াইল সদর পৌরসভার মাছিমদিয়া গ্রামে।
৯ ই জুলাই দুপুরে বাংলাদেশ কৃষি ব্যাংক,নড়াইল শাখা কার্যালয়ে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নড়াইলের আঞ্চলিক ব্যবস্থাপক, মোঃবদরুল হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক, খুলনা বিভাগের মহাব্যবস্থাপক মুহাম্মাদ মাজহারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা, বিভাগীয় নিরীক্ষা কার্যালয় খুলনা, এর মোঃ আবু হাশেম মিয়া।
আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা, আঞ্চলিক নিরীক্ষা কার্যালয়, নড়াইলের মো এনামুল হক সহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা কর্মচারী ও সাধারণ গ্রাহকবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।
খুলনা বিভাগের মহাব্যবস্থাপক মাজহারুল ইসলাম তার বক্তব্যে বলেন,কৃষি ব্যাংক শতভাগ রাষ্ট্রীয় মালিকানাধীন একটি প্রতিষ্ঠান,এই ব্যাংক জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে বাংলাদেশের অবহেলিত কৃষকের জন্যই প্রতিষ্ঠিত হয়েছে,এখানে কৃষকরা তাদের সব ধরনের সুযোগ সুবিধা পাবে।কেউ যদি কাঙ্খিত সেবা না পান তাহলে আমাদের জানাবেন।আমরা অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো। তিনি আরো বলেন,কোরবানি ঈদ উপলক্ষে বৈধ পথে রেমিট্যান্স পাঠানো কার্যক্রমকে গতিশীল করতে বাংলাদেশ কৃষি ব্যাংক এই পুরস্কার কার্যক্রম হাতে নেয়, রেমিট্যান্স পাঠানো ব্যাক্তিদের মধ্যথেকে লটারির মাধ্যমে নড়াইলের মোঃ হুমায়ুন কবীর প্রথম পুরস্কার এই ফ্রিজটি জিতেছেন। আমি আশা করি নড়াইলের মানুষ
ভবিষ্যতে কৃষিব্যাংকের মাধ্যমে আরো অধিক পরিমান রেমিট্যান্স গ্রহন করবেন এবং আরো পুরস্কার জিতবেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সহ সকলে উপস্থিত থেকে ১ ম পুরস্কার( ফ্রিজ)টি মোঃ হুমায়ুন কবিরের হাতে তুলে দেন।
নড়াইল প্রতিনিধি
তাং- ০৯/০৭/২০২৪