ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি :
জামালপুরের ইসলামপুরে দশানী নদীর বন্যার পানির তোড়ে ব্রীজ এপ্রোচের মাটি ক্ষতিগ্রস্ত হওয়ায় স্বেচ্ছা শ্রমের মাধ্যমে মেরামত করেছেন স্থানীয় এলাকাবাসী।
গত দুই দিন ব্যাপি সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার গাইবান্ধা ইউনিয়নের মালপাড়া থেকে ডাকপাড়া যাতায়াত রাস্তায় দুদুর হাজীর জমির নিকট ৩৬ ফুট দৈর্ঘেরে ব্রীজের এপ্রোচের মাটি ক্ষতিগ্রস্ত হওয়ায় এলাকাবাসী স্বেচ্ছা শ্রমের মাধ্যমে ব্রীজ এপ্রোচের মাটি ক্ষতিগ্রস্ত হওয়া অংশ বাঁশ দ্বারা মেরামত করছেন এলাকাবাসী।
জানা গেছে, ২০১৮-২০১৯ অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বাস্তবায়নে ৩০ লক্ষ ৭৯ হাজার ৩৬৪ টাকা ব্যয় নির্মাণ করা হয় ব্রীজটি । সম্প্রতি দশানী নদী বন্যার পানি বৃদ্ধরি কারনে ওই এলাকার চলাচলের রাস্তায় এক মাত্র ব্রীজ। এ নিয়ে ভুক্তভোগীরা স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রসাশনকে কর্তৃপক্ক্ষের কাছে সু-দৃষ্টি কামনা করছেন।
সরেজমিনে ওই এলাকায় গিয়ে দেখা যায়,বাঁশের পাইলিং করে কেউ কোদাল দিয়ে মাটি কেটে ঝুড়িতে তুলছেন। আর কেউ মাটি ভর্তি ওই ঝুড়ি মাথায় তুলে নিয়ে ব্রীজের এপ্রোচের মাটি ফেলছেন। শিশু-কিশোর,পুরুষ, বৃদ্ধসহ সবাই এক যোগে মেরামোতের কাজ করছেন।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মাকসুদুর রহমান আনসারী বলেন,বন্যায় পানি বৃদ্ধি হওয়ায় ব্রীজ এপ্রোচের মাটির এক অংশ ভেঙ্গে যাওয়ায় এলাকার লোকজন নিজ উদ্যোগে মেরামতের করছেন। তারা খুবই একটি ভালো কাজ করেছেন। তাদের সঙ্গে আমার কথা হয়েছে। ব্রীজের এপ্রোচ ও রাস্তাটির স্থায়ী সমাধানের জন্য মন্ত্রী মহোদয় ও উপজেলা প্রসাশনের সাথে আলোচনা করা হবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু জানান,আমি খবর পেয়ে এলাকা পরিদর্শন করেছি। অতি তাড়াতাড়ি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সুমন খন্দকার
ইসলামপুর,জামালপুর।