রায়পুর(লক্ষীপুর)প্রতিনিধি
লক্ষীপুরের রায়পুরে উত্তর কেরোয়া আল-আমীন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার হিফজুল কুরআন সমাপনী ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
শনিবার ১৩ই জুলাই বিকাল ৪.টায় আল-আমীন হাফেজিয়া মাদ্রাসার হলরুমে আনুষ্ঠানিকভাবে ১০ জন ছাত্রকে পাগড়ি প্রদান করা হয়েছে।
মাদ্রাসা ও এতিম খানা কমিটির সভাপতি মনির হোসেন সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষীপুর -২ রায়পুর আসনের সাংসদ সদস্য এড.নূর উদ্দিন চৌধুরী নয়ন (এম.পি)। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসিন ফারুক মজুমদার।
ওয়াজ ও দোয়ার মাহফিলে বক্তব্য রাখেন শায়খুল হাদীস মুফতি নূরুল হক সাহেব।মাওলানা নুরুল আমিন কাসেমী সাহেব। অত্র মাদ্রাসার মহতামিম হাফেজ নুরুল আলম। সহকারী শিক্ষক হাফেজ নাছির উদ্দীন। হাফেজ নুরুজ্জামান প্রমূখ।
পাগড়ি প্রাপ্ত ১০ জন ছাত্র হলেন,হাফেজ মোঃ রেদোয়ান হোসেন,হাফেজ মোঃ শাহীন আলম, হাফেজ মোঃ আবির হোসেন, হাফেজ মোঃ মিনহাজুল ইসলাম, হাফেজ মোঃ রিদওয়ান গাজী,হাফেজ মোঃ আবরার হোসেন আসাদ, হাফেজ মোঃ সজিবুল ইসলাম, হাফেজ মোঃ আব্দুল্লা আল নোমান, হাফেজ মোঃ আল রাফিজ, হাফেজ মোঃ আরাফাত হসেন শেষে দোয়া মুনাজাত এবং তাবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।