মো: জুলহাস উদ্দিন উদ্দিন হিরো, স্টাফ রিপোর্টার: শেরপুর।
শেরপুরের ঝিনাইগাতীতে বসতবাড়ীতে হামলা, ভাংচুর,লুটপাট ও অগ্নিসংযোগ ঘটনার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার নলকুড়া ইউনিয়নের হলদিগ্রাম এলাকায় ভুক্তভোগী আব্দুর রহমানের বসত বাড়ীতে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আয়শা খাতুন লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, গত ২ আগস্ট সকাল সাড়ে ৯ টার দিকে পুর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশী আব্দুল হালিমের ছেলে আরিফুল ইসলামের নেতৃত্বে একটি সংঘবদ্ধ দল লাঠিসোটা ও দেশীও ধারালো অস্ত্র নিয়ে অনুপ্রবেশ করে আমাদের বসতবাড়িতে হামলা চালায়।
শুধু তাই নয় তারা এর আগে ২১ জুলাই ও পরে ৫ আগস্টেও বসতবাড়ী ভাংচুর, লুটপাট ও অগ্নি সংযোগ করে। পৃথক পৃথক ভাবে তাদের হামলায় আমাদের প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতিসাধিত হয়।
“এই বর্বরোচিত হামলার পর আমরা শেরপুরের সি.আর আমলী আদালতে অভিযোগ দায়ের করেছি,কিন্তু এখনো পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
এই ধরনের হামলা ও হুমকি অব্যাহত থাকলে বসত বাড়ীতে জীবনযাপন কঠিন হয়ে পড়বে। এই ঘটনার সঠিক বিচার দাবি জানিয়ে, অপরাধীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দাবি জানান তারা। বর্তমানে তারা নিরাপত্তা হীনতায় আছেন বলেও আয়শা খাতুন।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ভুক্তভোগী আব্দুর রহমানের পরিবারের পক্ষ থেকে ছাহারা বেগম (৪৫) সাইফুল ইসলাম (২০),ছায়দুল ইসলাম (৩৫), শাজাহান (২৮),আব্দুল আলীম (২০) প্রমুখ।
এসময় তাদের পরিবারের নিরাপত্তা এবং ন্যায্য বিচারের জন্য সরকারের কাছে সার্বিক সহযোগিতা কামনা করেন।
ইউপি চেয়ারম্যান মোঃ রুকনুজ্জামান বলেন, তাদের উভয় পক্ষে মধ্য জমাজমি নিয়ে বিরোধ চলে আসছিল। তবে আব্দুর রহমানসহ তার পরিবারের সদস্যরা সঠিক রয়েছেন এদের সাথে এতোকিছু করা তাদের ঠিক হয়নি।
Leave a Reply