মো: জুলহাস উদ্দিন হিরো, স্টাফ রিপোর্টার।
শেরপুরের ঝিনাইগাতীতে পানি সংকটে ভুগছেন ( ১৬ ) টি পরিবার। ভুক্তভোগীরা সবাই উপজেলার নলকূড়া ইউনিয়নের উত্তর রাংটিয়া গ্রামের বাসিন্দা।
যানা যায়,টানা ৪ যুগ ধরে পানি সংকটে ভুগছেন ভুক্তভোগীরা তারা বলেন, বর্ষাকালে মাটির কুয়োর পানি দিয়ে তারা কোনো রকমে জীবন যাপন করেন কিন্তু শুকনো মৌসুমে কূয়োর পানি শুকিয়ে যাওয়ার কারণে, জীবন যাপন করা খুবই কঠিন হয়ে যায়।
ভুক্তভোগীরা আরও বলেন,তারা স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা জনসাস্থ্য দপ্তরেও আবেদন করেছেন, কিন্তু আজও এ-র কোনো ব্যবস্থা গ্রহন করা হয়নি।
পরে বিষয়টি জাকিয়া’ কে জানানো হলে, জাকিয়া
সরে জমিনে গিয়ে পরিদর্শন করেন এবং ভুক্তভোগীদের দির্ঘদিনের যে পানির সংকট তা অল্প সময়ের মধ্যেই নিরসনের আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন, (১) মো: উসমত আলী (২) আঃ রাজ্জাক (৩) আমির হোসেন (৪) আঃ কাদির (৫) আঃ রহিম (৬) আঃ খালেক (৭) আঃ ছাত্তার (৮) সিদ্দিক (৯) নিপেন কোচ (১০) নরসেন কোচ (১১) গৌরাঙ্গ কোচ (১২) নিপুরাম কোচ (১৩) বিক্রম কোচ (১৪) প্রশ্ন কোচ ও সাংবাদিকগণ।
Leave a Reply