সিদ্দিকুর রহমান,বেরোবি প্রতিনিধি:
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কর্মকর্তাদের একদিনের বেতন কেটে বন্যার্তদের সহায়তা দেয়ার সিদ্ধান্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের অতিরিক্ত পরিচালক ও অফিস প্রধান মোহাম্মদ আলী।
রবিবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্তক্রমে কর্মকর্তাদের এক দিনের বেতন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুসের ত্রাণ তহবিলে জমা দিতে বলা হয়েছে।
এছাড়াও বিশ্ববিদ্যালয়টির সাধারণ শিক্ষার্থীরা গতকাল শনিবার গণত্রাণ কর্মসূচির মাধ্যমে ২ লাখ ১৩ হাজার টাকা সংগ্রহ করে। আজকে তাদের এই কর্মসূচি অব্যাহত আছে।