রায়পুর (লক্ষীপুর) প্রতিনিধি
লক্ষীপুরের রায়পুরে বন্যার্তদের মাঝে সামাজিক সংগঠন নব-দিগন্ত যুব কল্যাণ পরিষদ ত্রাণ বিতরণ করেছেন।
২৬ আগষ্ট সোমবার সকালে নব দিগন্ত যুব কল্যাণ পরিষদের চেয়ারম্যান চৌধুরী খোরশেদ আলম রনি’র নেতৃত্বে বন্যা কবলিত রায়পুর উপজেলার ৩নং চরমোহনা, এবং ১০নং রায়পুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রায় পাঁচশত মানুষের মাঝে শুকনো খাবার ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়।
এসময় চৌধুরী খোরশেদ আলম রনি বলেন, রায়পুরে পানিবন্দি মানুষের মধ্যে হাহাকার ও আর্তনাদ চলছে। বেশ কিছু দিন হলো পানিবন্দি প্রায় লাখো মানুষ। একটু খাবার এর খোঁজে পানি ও স্রোত ভেঙে ছুটছে মানুষ। সবচেয়ে বিপদে আছেন শিশু ও বয়স্করা। সরকারি সহায়তা খুবই অপ্রতুল। এমন পরিস্থিতিতে আমরা বানভাসি মানুষদের পাশে দাঁড়িয়েছি।
তিনি আরও বলেন, আমরা পায়ে হেঁটে সরজমিনে গিয়ে পানিবন্দি অবস্থায় আটকে থাকা প্রায় পাঁচশত পরিবারের মাঝে শুকনো খাবার মুড়ি, চিঁড়া, বিস্কুট, চানাচুর,চিনি,চিপস, জুস,এবং বিশুদ্ধকরণ ট্যাবলেট পৌঁছে দিচ্ছি। এ কার্যক্রমে আরও উপস্তিত ছিলেন নব দিগন্ত যুব কল্যাণ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার রিয়াজ হোসাইনসহ, অত্র সংগঠনের স্বেচ্ছাসেবীরা মাস্টার রিয়াজ সরকারি ও ব্যক্তিগত উদ্যোগে মানবিক কাজে সাড়া দেওয়া সংগঠনগুলোকে বানভাসি মানুষদের পাশে দাঁড়ানোর আহবান করেন।
Leave a Reply