পিরোজপুর প্রতিনিধি:-
পিরোজপুরের নাজিরপুরে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ । মশক নিধন কর্মসূচি উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে একটি র্যালি উপজেলা পরিষদ থেকে বের হয়ে হাসপাতাল সড়ক প্রদক্ষিণ করে এবং হাসপাতাল চত্বরে ফলজ বৃক্ষের চারা রোপণ করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ বলেন, ডেঙ্গু ও এডিস মশার বিস্তার রোধকল্পে আমরা সপ্তাহব্যাপী বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছি। আমরা আমাদের সকল দপ্তর এবং বাসভবনের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছি।এই অভিযানে জনসচেতনতা বৃদ্ধি, ময়লা-আবর্জনা পরিষ্কার, এবং জমে থাকা পানি অপসারণের কাজও করা হয়। এই ধরনের প্রচেষ্টা ডেঙ্গু প্রতিরোধে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে এবং জনগণকে সচেতন হওয়ার জন্য উৎসাহিত করবে বলে আশা করছি।
এ সময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: মাসুম বিল্লাহ্, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: মশিউর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইসরাফিল,নাজিরপুর থানার অফিসার ইনচার্জ তদন্ত বিকাশ চন্দ্র, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম,মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডল,মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ নাজমুন্নাহার, উপজেলা কৃষি কর্মকর্তা এসরাতুন্নেছা এশা,সমবায় কর্মকর্তা মোসাঃ হোসনে আরা বেগব, নাজিরপুর শহিদ জিয়া কলেজের ভাইস প্রিন্সিপাল মোঃ মুজিবুর রহমান সহ উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ রেলিতে অংশগ্রহন করেন।
পিরোজপুর সংবাদদাতা।
Leave a Reply