নিউজ ডেস্ক:
পাবনার সাঁথিয়ায় প্রধান শিক্ষকের অপসারণের একদফা দাবিতে গত ১২ দিন ধরে শিক্ষার্থীরা বিভিন্ন কর্মসূচি পালন করে। এবং তার অংশ হিসাবে বুধবার ২৮ আগস্ট সকাল ১১ টার দিকে সাঁথিয়া উপজেলা চত্বরে আমরণ অনশন করছে শিক্ষার্থীরা।
সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কুমার দেবনাথের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার সহ নানা অনিয়ম, দুর্নীতি ও ছাত্রীদের অনৈতিক প্রস্তাবসহ নানা অপকর্মের বিরুদ্ধে অমরণ অনশন করছে শিক্ষার্থীরা।
প্রধান শিক্ষকের অপসারণের একদফা দাবিতে গত ১২ দিন ধরে শিক্ষার্থীরা বিভিন্ন কর্মসূচি পালন করে। এবং তার অংশ হিসাবে বুধবার ২৮ আগস্ট সকাল ১১ টার দিকে সাঁথিয়া উপজেলা চত্বরে আমরণ অনশন করছে শিক্ষার্থীরা।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম বলেন, শিক্ষক ও ছাত্র/ছাত্রীদের অভিযোগ পেয়েছি। প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনেক অভিযোগ আমিও শুনেছি। আমার উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। নির্দেশনা এলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply