মাগুরা জেলা প্রতিনিধি।
বন্যাতদের জন্য হাদিয়া হাদিয়া পঠিয়েছেন দক্ষিণ-পচ্চিম বাংলাদেশের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মাগুরা সিদ্দিকিয়া কামিল (মাস্টার্স) মাদরাসা।গত ৩০আগাষ্ট শুক্রবার রাতে মাদরাসার দুইজন শিক্ষক ওবায়দুর রহমান ও তারিকুল ইসলাম এবং সেচ্ছাসেবক কয়েকজন ছাত্রদের দিয়ে পাঠানো হয় এ হাদিয়া,তারা ৩১ আগষ্ট শনিবার সকালে ফেনীর মহীপালে পৌঁছে সেনাবাহিনীর সহযোগীতা নিয়ে আলোকদিয়া গ্রামে বাড়ী বাড়ী যেয়ে ৩০০ পরিবারকে এ হাদিয়া পৌঁছে দেন।পাঠানো হাদিয়ার প্রতিটি প্যাকেটের মধ্যে রয়েছে চাউল ৫ কেজি,আলু ১.৫ কেজি,ডাল ১ কেজি,পেঁয়াজ ১ কেজি,রসূন ২৫০ গ্রাম,পানি ২লিটার,তৈল ১লিটার,লবণ ৫০০গ্রাম,শুকনা মরিচ ১০০গ্রাম,স্যালাইন ৫টি,প্যারাসিটামল ১ পাতা,মেট্রোনিডাজল ১পাতা,বিস্কুট ১প্যাকেট,সাবান ১টি ইত্যাদি।
এছাড়াও শিশু খাদ্য দুধ বয়োমিল-১, ২০ প্যাকেট,বায়োমিল-২, ৩০ প্যাকেট,প্যারাসিটামল সিরাপ ৫০ টি,মেট্রোনিডাজল সিরাপ ৫০টি,স্যানেটারী ন্যাপকিন ২০ প্যাকেট, বিশুদ্ধ খাবার পানি ২লিটার ৫০টি সহ জরুরী ঔষধ সামগ্রী ও কয়েক হাজার পিচ পুরুষ,মহিলা ও শিশুদের নতুন ও পুরাতন পোশাক মহীপালে অস্থায়ী সেনাক্যাম্পে পৌঁছে দেওয়া হয়।
Leave a Reply