রায়পুর (লক্ষীপুর) প্রতিনিধি
লক্ষীপুরের রায়পুরে বন্যাদুর্গতদের মাঝে পাঁচ দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ঔষধ বিতরণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রায়পুর উপেজেলার ৩নং চরমোহনা ইউনিয়নে শুক্রবার থেকে চলমান ফ্রী চিকিৎসা সেবার পাশাপাশি ত্রাণের ব্যবস্থা করেছে সংগঠনটি।
চরমোহনা ইউনিয়নের জামায়াতের, আমির মাওলানা ইব্রাহিম খলিলের তত্ত্বাবধানে গত পাঁচদিন ধরে ফ্রি চিকিৎসার পাশাপাশি রোগীদেরকে ফ্রি ওষুধ ও সরবরাহ করা হচ্ছে।
চিকিৎসাসেবা উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট আবুল কালাম বলেন বানের পানি নেমে যাওয়ার সাথে সাথে বেড়েছে বিভিন্ন পানি বাহিত রোগ তাই বনবাসী মানুষের জন্য আমাদের এই আয়োজন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষীপুর জেলা জামায়াতের সূরা সদস্য মাস্টার ইসমাইল,উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আবুল কাসেম, চরমোহনা ইউনিয়নের সাবেক আমির কামরুজ্জামান মুক্তার,রায়পুর উপজেলা শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক ফারুক হোসাইন, এড.আবদুল্লাহ আল মাহমুদ প্রমূখ।