ফরহাদ হোসেন, সাভার প্রতিনিধি:
চাকরির প্রত্যাশী ও পোশাক শ্রমিকের বিক্ষোভের মুখে আজ শিল্পাঞ্চল আশুলিয়ার ৫০টিরও বেশি কারখানায় ছুটি ঘোষণা করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
বুধবার (৪ সেপ্টেম্বর )সকাল দশটার দিকে বাইপাইল আব্দুল্লাহপুর সড়কের বাইপাইল থেকে জিরাবো পর্যন্ত সড়কের উভয় পাশের এসব কারখানাগুলোকে ছুটে ঘোষণা করা হয়।
শিল্পাঞ্চল পুলিশ জানায়, আজ সকালে প্রতিদিনের মতোই কারখানায় আসেন শ্রমিকরা। কিন্তু শ্রমিকরা কাজ না করে বিভিন্ন দাবী আদায়ে বিক্ষোভ শুরু করে ফলে কর্তৃপক্ষ কারখানা ছুটি দিতে বাধ্য হয়। পরে শ্রমিকরা বেরিয়ে উৎপাদন অব্যাহত রাখা কারখানাগুলোর সামনে গিয়ে বিক্ষোভ ও ইট পাটকেল নিক্ষেপ শুরু করলে ওই সব কারখানাগুলোও কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করতে বাধ্য হয়। এ সময় সকাল ১০ টা হতে দুপুর ১২ টা পর্যন্ত শিল্পাঞ্চল এলাকায় অন্তত ৫০টি পোশাক কারখানা ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।
দুপুরের দিকে আব্দুল্লাপুর বাইপেল সড়কের বাইপেল থেকে জিরাবো পর্যন্ত ঘুরে দেখা যায় , ছুটিকৃত কারখানার বিক্ষিপ্ত শ্রমিকেরা বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে।এতে করে সড়কগুলোতে তীব্র যানজটে সৃষ্টি হয়েছে তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে শিল্প পুলিশ সেনাবাহিনী ও বিজেপি সদস্যরা।
শিল্প পুলিশের পুলিশ সুপার মো:সারোয়ার আলম বলেন,শ্রমিকের বিক্ষোপের মুখে বাইপেল -আব্দুল্লাপুর সড়কের জিরাবো এলাকা পর্যন্ত উভয় পাশের প্রায় ৫০ টিরও বেশি কারখানা ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। শ্রমিকেরা এখন সড়কে অবস্থান করছে ফলে বাইপাইল-আব্দুল্লাহপুর, নবীনগর-চন্দ্রা সড়কে যানজট সৃষ্টি হয়েছে।আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছি যত দ্রুত সম্ভব পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে আশা করি। তিনি আরো জানান, বাইপাইল, নবীনগরও চন্দ্রাসহ অন্যান্য এলাকার পোশাক কারখানা কার্যক্রম স্বাভাবিক রয়েছে।