মো: জুলহাস উদ্দিন হিরো স্টাফ রিপোর্টার।
শেরপুর জেলা সদরসহ ৫টি উপজেলায় বিভিন্ন মামলায় অভিযুক্ত সম্প্রতি কালে ভাংচুর ও লুটপাটের ঘটনার সাথে জরিতসহ অবৈধভাবে সরকারি জমি দখলদাররা অবৈধ দখল টিকিয়ে রাখতে বিএনপি নেতাদের কাছে ধর্না দেয়ার অভিযোগ উঠেছে।
জানা গেছে, বৈষম্য বিরোধী আন্দোলনে ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এসময় জেলা সদরসহ ৫ উপজেলার সরকারি বেসরকারি স্থাপনা, আওয়ামী লীগ নেতা-কর্মীদের ব্যবসা প্রতিষ্ঠান -বাসা - বাড়িতে লুটপাট - ভাংচুর অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
এ সময়ের পর থেকে পুরো জেলায় চলে দখলদ্বারিত্বসহ নিরব চাঁদাবাজি । কোটি কোটি টাকা মূল্যের সরকারি জমি বেদখল হয়ে যায়।
অফিস, আদালত, থানা, জেলাখানাসহ বিভিন্ন সরকারি স্থাপনা অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেওয়া হয়। প্রশাসন কাজ শুরু করলেও পুর্নাঙ্গভাবে ঘুরে দ্বারাতে পারছে না।
ফলে আইন শৃংখলাবাহিনী আইন শৃংখলা নিয়ন্ত্রন কার্যক্রম পরিচালনা ব্যাহত হওয়ার পাশাপাশি জনগণকে সকলপ্রকার সেবা দিতে পারছে না প্রশাসন।এমনটাই দাবি প্রশাসনের।
জানা গেছে, বিএনপি সরকার ক্ষমতায় না এলেও ৫ আগষ্টের পর থেকে বিএনপির শীর্ষ স্থানীয় নেতাদের দিকনির্দেশনায় চলছে প্রশাসন।
এমতাবস্থায় জবরদখরকারীসহ বিভিন্ন অপরাধীরা বিএনপি নেতাদের কাছে আশ্রয় পেতে তাদের কাছে ধর্না দিতে শুরু করেছেন ।
এমন অভিযোগ পাওয়া যাচ্ছে অহরহ। জানা যায়, গত এক বছর পুর্বে ঝিনাইগাতী উপজেলা সদরের মহারশি নদীর ব্রীজপাড়ে কোটি টাকা মূল্যের সরকারি জমি জবরদখলকারীদের হাত থেকে উদ্ধার করে উপজেলা প্রশাসন।
কিন্তু ৫ আগষ্টের পর উক্ত জমি আবারও বেদখল হয়ে যায়। সরকারি সাইনবোর্ড সরিয়ে ফেলা হয়েছে। শুধু এ জমিই নয় থানা রোড়ে আরোও প্রায় দুই কোটি টাকা মূল্যের সরকারি জমি বেদখল হয়ে গেছে।
সেখানে নির্মাণ করা হয়েছে স্থাপনা। জবরদখলকৃত জমি দখল টিকিয়ে রাখতে উচ্চপদ দখল কারিরা বিএনপি নেতাদের কাছে প্রতিনিয়ত ধর্না দিচ্ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক বিএনপি নেতা বলেন উক্ত জমি দখল টিকিয়ে রাখতে তার কাছে বিভিন্ন প্রস্তাব নিয়ে এসেছিলেন জবরদখলকারীরা।
তিনি পাত্তা দেননি বলে জানান। উক্ত জমি পুনরুদ্ধারে অজ্ঞাত কারণে প্রশাসনের পক্ষ থেকে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এ নিয়ে সচেতন মহলের মধ্যে নানা উদ্বেগ দেখা দিয়েছে।
এ বিষয়ে জেলা প্রশাসনের সাথে কথা বলতে চাইলে তিনি কথা শুনতে রাজি হননি। তিনি বিরক্ত বোধ করেছেন। তবে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল বলেন উক্ত জমি উদ্ধারের বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে