মো: জুলহাস উদ্দিন হিরো, স্টাফ রিপোর্টার।
শেরপুরের ঝিনাইগাতীতে বাফার গোদামের লোডআনলোড প্রতিনিধিত্ব দখল নিয়ে দু' গ্রুপের মধ্যে সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে।
গত ৭ আগষ্ট বাফার গোদাম দখল করতে যায় সাবেক ছাত্রদল নেতার লোকজন। এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এর প্রতিকার চেয়ে বর্তমানে বাফার গোদামের লোড আনলোডের প্রতিনিধির দ্বায়িত্বে থাকা জাহিদ হাসান থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগে প্রকাশ, জাহিদ হাসান টেন্ডারের মাধ্যমে যমুনা ফাটিলাইজার থেকে বাফার গোদামের লোড আনলোডের শ্রমিকদের প্রতিনিধিত্বের দ্বায়িত্ব পান।
দ্বায়িত্ব পাওয়ার পর দীর্ঘদিন থেকে তিনি বাফার গোদামে শ্রমিকদের পরিচালনায় কর্মরত আছেন।
কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনে ৫ আগষ্ট শেখ হাসিনা পদত্যাগের করে। ৭ আগষ্ট স্থানীয় সাবেক ছাত্রলদ নেতা শামিম মোস্তফার নেতৃত্বে তার লোকজন বাফার গোদাম থেকে জাহিদ হাসানের লোকজনকে বের করে দিয়ে বাফার গোদাম নিজের দখলে নেয়ার চেষ্টা করে। দু'গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এ সময় জাহিদ হাসান সমর্থিত শ্রমিকদের প্রতিরোধের মুখে শামিম মোস্তফার লোকজন পিছু হটতে বাধ্য হয়। এঘটনার পর থেকে উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করে আসছে।
এ নিয়ে যেকোনো মুহূর্তে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা। শামীম মোস্তফা বলেন যমুনা ফার্টিলাইজার জাহিদ হাসানকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে আমাকে নতুন করে দায়িত্ব দিয়েছেন।
বাফার গোদামের ইনচার্জ আব্দুল আওয়াল বলেন জাহিদ হাসান ১ বছর ধরে বৈধ ঠিকাদার। ২ বছরের জন্য ঠিকাদার নিয়োগ দেয়া হয়। এক বছর মেয়াদ পার হয়েছে। নিয়ম অনুযায়ী আরও এক বছর মেয়াদ আছে ।
তাই আমি বাফার গোদামের দায়িত্ব নেয়ার জন্য গোদামে প্রবেশ করেছিলাম। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বলেন, এ বিষয়ে অভিযোগ পাওয়া গেছে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।