আব্দুল মজিদ মল্লিক,
জেলা প্রতিনিধি নওগাঁ:
নওগাঁয় বিভিন্ন স্কুলের ১০০ জন ছাত্রীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁর পত্নীতলা উপজেলার কাঁটাাবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে দাতা সংস্থা বেলজিয়ামের কারামা সলিডিরিটি অর্থায়নে সোশ্যাল এইডের আয়োজনে এসব বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে এসব বাইসাইকেল ও শিক্ষা উপকরণ বিতরণ করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আজিজুল করিম। এসময় সাইকেল ও শিক্ষা উপকরণ পেয়ে রিমা রানী নামে এক ছাত্রী বলে, আগে ভ্যান বা ইজিবাইকে করে স্কুলে যেতে হতো। অনেক সময় রাস্তায় দাঁড়িয়ে থেকে গাড়ির জন্য। অনেক সময় স্কুলে যেতে দেরি হয়ে যেত। এখন আমি সাইকেল পেয়েছি সাইকেলে যাতায়াত করব। আরেক ছাত্রী পিয়াসী রানী বলেন, বাড়ি থেকে তার স্কুল বেশ দূরে। সাইকেল পাওয়ায় দূরের স্কুলে আর তাকে পায়ে হেঁটে যেতে হবে না। সাইকেল চালিয়ে স্কুলে আসতে পারব। সাইকেল পেয়ে খুবই ভালো লাগছে। এতে তার পড়াশোনার আগ্রহ আরও বেড়ে যাবে বলেন।
এসময় আরও উপস্থিত ছিলেন- বেলজিয়ামের ইন্টোরিয়ন কান্ট্রি রিপ্রেজটিভ মোহাম্মদ আলী সোহেল, সোশ্যাল এইডের নির্বাহী পরিচালক বাবুল আক্তার, পরিচালক ইছহাক এমন সোহেল, পরামর্শক ও রানী এনজিওর প্রধান নির্বাহী ফজলুল হক খান, কাঁটাাবাড়ি উচ্চ বিদ্যালয় সাবেক সভাপতি ও সমাজসেবক মোশারফ হোসেন চৌধুরী।
আব্দুল মজিদ মল্লিক
নওগাঁ জেলা প্রতিনিধি।
Leave a Reply