পিরোজপুর প্রতিনিধি:-
সকল স্তরে খাদ্য নিরাপত্তা বৃদ্ধি, শিশুর পুষ্টির অবস্থার উন্নয়ন, কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের সকল শিশুর জন্য পর্যাপ্ত পুষ্টিকর এবং নিরাপদ খাবার নিশ্চিত করার লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন পিরোজপুর এপির আয়োজনে মঙ্গলবার সকালে ডাক দিয়ে যাই সম্মেলন কক্ষে গ্লোবাল ক্যাম্পেইন ENOUGH প্রচারাভিযান এর উদ্বোধন হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো: মিজানুর রহমান, সিভিল সার্জন কাম- তত্ত্বাবধায়ক,পিরোজপুর। বিশেষ অতিথি মো. আলতাফ হোসেন উপ-পরিচালক মহিলা অধিদপ্তর পিরোজপুর মোঃ শহিদুল ইসলাম উপজেলা শিক্ষা অফিসার পিরোজপুর সদর ।ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পিরোজপুর এপির প্রোগ্রাম অফিসার ফ্রান্সিস সামুয়েল সোম এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিল্টন সিং, এরিয়া প্রোগ্রাম ম্যানেজার, পিরোজপুর এপি, অনুষ্ঠানে ব্রাক, উদ্দীপন , রিক সমৃদ্ধি কর্মসূচি, ডাক দিয়ে যাই সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও কর্মএলাকার শিশু ফোরাম, ইয়ুথ ফোরাম, গ্রাম উন্নয়ন কমিটি , নগর উন্নয়ন কমিটির প্রতিনিধিগণ শিক্ষকগণ, ধর্মীয় নেতৃবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। ENOUGH প্রচারাভিযান ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে টেকসই কৃষি প্রশিক্ষণ,অবকাঠামো শক্তিশালী করুন, স্কুল মিল প্রোগ্রাম, কমিউনিটি পর্যায়ে পুষ্টি কর্মশালা, খাদ্য বিতরণ নেটওয়ার্ক সহ বিভিন্ন উদ্যোগ গ্রহন করা হয়েছে যার ফলে বাংলাদেশের ০-১৮ বছর বয়সী সকল শিশু পর্যাপ্ত পুষ্টিকর নিরাপদ খাবার ও খাদ্য নিরাপত্তার মধ্যে বেড়ে উঠবে।পিরোজপুরে উক্ত কার্যক্রম টি ২০২৪- ২০২৬ আগামি তিন বছরের জন্য বাস্তবায়ন করেবে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পিরোজপুর এপি।
পিরোজপুর সংবাদদাতা