বেরোবি প্রতিনিধিঃ
কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের কবর জিয়ারত করেলেন নবনিযুক্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের অধ্যাপক ড. শওকত আলী।
এর আগে ১৮ সেপ্টেম্বর রোজ শনিবার সন্ধ্যার দিকে তিনি ঢাকা থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পৌঁছে যোগদান সম্পন্ন করেন এবং তারপর শিক্ষার্থীদের এবং শিক্ষকদের সাথে মতবিনিময় শেষ করে আবু সাঈদের কবর জিয়ারতে যান।
কবর জিয়ারতের পর আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ড. শওকত আলী।
এ সময় তিনি বলেন শহীদ আবু সাঈদের নামে শিক্ষার্থী হল তৈরি হবে, আবু সাঈদের খুনীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলা হবে, ক্যাম্পাসে শিক্ষার্থীরা না চাইলে ছাত্র রাজনীতি বন্ধ করে দেয়া হবে ।
গত ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্ক মোড়ে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ।
তার পরদিন ১৭ জুলাই তাকে গ্রামের বাড়িতে দাফন করা হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ ছিলেন কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক।