নড়াইল প্রতিনিধি:
নড়াইলে সরকারি ঘর পাইয়ে দেওয়ার কথা বলে এক হতদরিদ্র নারীর নিকট থেকে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে অপর এক নারীর বিরুদ্ধে। অভিযুক্ত ওই নারীর নাম সোনিয়া বেগম (৩৫)। সে নড়াইল পৌরসভাধীন কুড়িগ্রাম এলাকার আফছারের কন্যা এবং নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের গৃহপরিচারিকা। অপরদিকে প্রতারণার শিকার হয়েছেন একই এলাকার মৃত রাঙা মিয়া শেখের কন্যা বয়োবৃদ্ধ ও শ্রবণ প্রতিবন্ধী হাওয়া বেগম (৮০)।
নড়াইল পুলিশ সুপারকে দেওয়া লিখিত অভিযোগের ভিত্তিতে জানা যায়, ভুক্তভোগী হাওয়া বেগম একজন হতদরিদ্র ব্যক্তি। তিনি রাস্তাঘাট থেকে বোতল কুড়িয়ে তা বিক্রির মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। তার নিজের থাকার মতো কোনো ঘর না থাকায় অভিযুক্ত সোনিয়া বেগমের প্রলোভনে পড়ে একটি সরকারি ঘর পাওয়ার আশায় তাকে সাতাত্তর হাজার টাকা দেন। টাকা নেওয়ার পর প্রতারক সোনিয়া তাকে কোনো ঘর দিতে পারে নাই। পরবর্তীতে হাওয়া বেগম তার কাছে টাকা ফেরত চাইলে সে নানা টালবাহানা শুরু করে এবং ক্ষমতার দাপট দেখিয়ে ভুক্তভোগীকে বিভিন্নভাবে হুমকি-ধামকি প্রদর্শন করে।
এ বিষয়ে অভিযুক্তের সাথে মুঠোফোনে কথা হলে তিনি টাকা গ্রহণের বিষয়টি সম্পূর্ণরূপে অস্বীকার করেন।
শাকিল আহমেদ
নড়াইল প্রতিনিধি