মো: জুলহাস উদ্দিন হিরো, স্টাফ রিপোর্টার।
শেরপুরের ঝিনাইগাতীতে নবাগত অফিসার ইনচার্জ ( ওসি ) আল আমিন এর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইগাতী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আল আমিন এ-র উপস্থিতিতে, থানার তদন্ত ( ওসি) মোঃ হাবিবুর রহমান এর সঞ্চালনায় ২৬ সেপ্টেম্বর ( বৃহস্পতিবার ) সন্ধ্যা ৭টায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় বক্তব্য রাখেন, সাংবাদিক খোরশেদ আলম, মাদক, জুয়া, জমি সংক্রান্ত বিষয় সহ বিভিন্ন অপকর্মের দিক তুলে ধরেন। এ-সময় আরও বক্তব্য রাখেন, সাংবাদিক জুলহাস উদ্দিন হিরো, সাইফুল ইসলাম, জাকিয়া পারভীন, মুরাদ হোসেন চান, সাদ্দাম হোসেন, সারোয়ার হোসেন, হারুনর রশীদ দুদু,মনিরুজ্জামান মনির, টিটু সহ আরও অনেকে।
এসময় ঝিনাইগাতী থানা নবাগত অফিসার ইনচার্জ, আল আমিন বলেন, ৫ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনের পরে দেশের আইন শৃঙ্খলার অনেকটা অবনতি ঘটেছে, আমি আশাবাদী আপনাদের সহযোগিতার মাধ্যমে আমার পুলিশ বাহিনীকে পুনরায় আগের মতো উৎসাহ উজ্জীবিত করে জনগণের সেবায় নিয়োজিত করব ইনশাআল্লাহ। তিনি জন সাধারণের উদ্দেশ্য করে বলেন, যে কোনো সমস্যা নিয়ে থানায় আসবেন আমরা শতভাগ সততার সঙ্গে কাজ করবো, কোনো দালাল ধরে আসতে হবে না। সেই সাথে মামলা করতে কোনো টাকা লাগবে না। পুলিশকে আপনারা খারাপ মন্তব্য করবেননা। পুলিশ জনগণের বন্ধু ছিল, আছে এবং আগামীতেও থাকবে।
Leave a Reply