ওবায়দুর রহমান,মাগুরা জেলা প্রতিনিধি:-
মাগুরায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ঘটনায় এক পক্ষের ছয়জন গুরুত্বর আহত হয়ে মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মাগুরা থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। এলাকাবাসী সূত্রে জানাযায়, আজ শুক্রবার বিকালে মাগুরা শহরের ভায়না এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।এ ঘটনায় আহত হয়েছেন ভায়না এলাকার আব্দুর রহিম (২৮),আব্দুর রহমান (২৯),রকিবুল (২৫),
নওশের (৪২),সুমন (৩০) ও আলিম শেখ (৫৫)। এদের মধ্যে আব্দুর রহমান, আব্দুর রহিম ও নওশেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আহত আলিম শেখ বলেন, বিকালে একই এলাকার মোসলেম এর ছেলে সিনবাদ কয়েকজন সঙ্গী নিয়ে মোটরসাইকেলে করে আব্দুর রহিম এর বাড়ির সামনে জয় বাংলা স্লোগান দেয়। এ সময় আব্দুর রহিম সিনবাদকে আমরা বিএনপি করি আমাদের বাড়ির সামনে জয় বাংলা স্লোগান দিচ্ছিস কেন বলে তর্কে জড়ায়। এই ঘটনাকে কেন্দ্র করে দুজনের মধ্যে তর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় সিনবাদ তার সঙ্গীদের নিয়ে দেশীয় অস্ত্রধারা আমাদের উপর হামলা করে।
এদিকে সংঘর্ষের ঘটনার পর আহতদের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে প্রায় এক ঘন্টা ব্যাপী শহরের ভায়না মোড় এলাকায় অবস্থান নিলে সেখানে যানজটের সৃষ্টি হয়। পরে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।সিনবাদও ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত ছিলো,বর্তমানে মাগুরা পৌরসভায় চাকুরী করে বলে জানাগেছে।
মাগুরা সদর থানার অফিসার্স ইনচার্জ ওসি মোঃ মেহেদী রাসেল বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
Leave a Reply