নড়াইল প্রতিনিধি:
"শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় একটি নতুন সামাজিক অঙ্গীকার” (Valuing teacher voices : towards a new social contract for education) প্রতিপাদ্যে"নড়াইলে সদর উপজেলা সমিতির ( বিটিএ) উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
(৫ অক্টোবর) শনিবার বিকাল ৩ টায় বাংলাদেশ শিক্ষক সমিতি সদর উপজেলা শাখার আয়োজনে শহরের হাসপাতাল মার্কেটের দ্বিতীয় তলার নিজস্ব অফিসে শিক্ষক দিবসের আলোচনা অনুষ্ঠানে বাংলাদেশ শিক্ষক সমিতি সদর উপজেলা শাখার সভাপতি ও পার্ব্বতী বিদ্যাপীঠর প্রধান শিক্ষক আব্দুর রশিদের সভাপতিত্বে আলোচনা সভার কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা শিক্ষা অফিসার এস এম সুলতান মাহামুদ।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জেলা শিক্ষক সমিতির সম্পাদক মোঃ ফরিদুল ইসলাম, শিক্ষক নেতা শেখহাটি তপনবাগ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাতদিন পত্রিকার বাঘারপাড়া উপজেলার প্রতিনিধি আজম খান, প্রধান শিক্ষক ইন্দ্রজিত মন্ডল, সাখাওয়াত হোসেন, ফেরদৌস হোসেন সিকদার, মোঃ আইয়ুব হোসেন, শ্যামল সিংহ, নাসরিন সুলতানা প্রমুখ।
বিশ্ব শিক্ষক দিবসের অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ ও অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ মণ্ডল।
শিক্ষক নেতৃবৃন্দ তাদের বক্তব্যে শিক্ষকদের বিভিন্ন সমস্যা ও দাবি সমুহের বিষয়ে আলোচনা করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,জেলার শিক্ষার মান গুণগত উন্নত করতে শিক্ষক সহ সকলকে এগিয়ে আসতে হবে। ###