"চব্বিশের গণঅভ্যুত্থানে পর রায়পুর উপজেলার আগামীর সম্ভাবনা নিয়ে কাজ করার যে সুযোগ তৈরি হয়েছে তা হাতছাড়া করা যাবে না"- ছিদ্দিকুর রহমান।
লক্ষীপুরের রায়পুরে আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সহকারী সদস্য সচিব ও ন্যাশনাল এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য ছিদ্দিকুর রহমানের রায়পুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (১২ই অক্টোবর) সন্ধ্যার নাগাদ এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় তিনি রায়পুর উপজেলার বিভিন্ন খোঁজখবর নেন, উপজেলা নিয়ে তার ভাবনাগুলো সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেন। তিনি বলেন, "রায়পুর উপজেলার সম্ভাবনা প্রচুর। এই উপজেলার জনসাধারণ প্রবাস থেকে বৈদেশিক মুদ্রা পাঠিয়ে দেশের অর্থনীতিতে বড় অবদান রাখছে। মেঘনা নদীর অববাহিকায় এই উপজেলার অবস্থান হওয়ায় মেঘনা নদী থেকে আহরিত মৎস্য সম্পদ বিশেষকরে ইলিশ মাছের সরবরাহ মূলতঃ এই উপজেলা দিয়েই হয়ে থাকে।দেশের বৃহত্তম নারিকেল, সুপারি, সয়াবিনের অঞ্চল হচ্ছে এই উপজেলা। কিন্তু এই উপজেলা নেতৃত্বের অভাবে অবহেলিত।" তিনি রায়পুর উপজেলার তরুণদের জন্য কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
এক প্রশ্নের উত্তরে তিনি মৃতপ্রায় ডাকাতিয়া নদীর পুনর্জীবনের লক্ষে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। তিনি রায়পুর উপজেলায় মেঘনা নদী এবং ডাকাতিয়া নদীর অববাহিকায় টুরিজমের অপার সম্ভাবনার কথা বলেন এবং নদী ভাঙনের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দিয়ে দেখার জন্য সাংবাদিকদেরকে অনুরোধ জানান।