নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের স্থায়ী বাসিন্দা মোহাম্মদ বাচ্চু মিয়া ও তার ভাইকে বেআইনিভাবে কিশোরগঞ্জের মামলায় উপস্থিত দেখিয়ে মিথ্যা আসামি করা হয়েছে। ভুক্তভোগীর দাবি প্রশাসনকে ম্যানেজ করে অসৎ উদ্দেশ্যে তারা এ কাজটি করেছে।
উক্ত মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য গণস্বাক্ষর প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছেন চট্টগ্রাম ব্যবসায়ী সমাজ ও এলাকাবাসী। উক্ত মিথ্যা মামলার কারণে দুই জেলার মানুষের মধ্যে ভীতির সঞ্চয় সৃষ্টি হয়েছে। সমালোচনা ও গুঞ্জন উঠেছে জনমনে।
ব্যবসায়িক সমাজ ও এলাকাবাসীর দাবি মোহাম্মদ বাচ্চু মিয়া সওদাগর ও তার ভাইকে সরাসরি কিশোরগঞ্জে উপস্থিত দেখিয়ে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।ভুক্তভোগী মোহাম্মদ বাচ্চু মিয়া সওদাগর, পিতা: মরহুম হাজী আব্দুল মোমিন তিনি ইছাহাক শপিং কমপ্লেক্স ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্য এবং বায়জিদ বোস্তামী থানাধীন চৌধুরী পাড়া এলাকার একজন স্থানীয় বাসিন্দা।
তার নিজস্ব দোকানের নাম মাস্টার টেলিকম। তিনি একজন সৎ ও অরাজনৈতিক ব্যক্তি, আমাদের জানামতে তিনি কোন দল বা অপরাধীর সঙ্গে যুক্ত নন। ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলার বাদী গাজী মিয়া, রাজি গ্রামের প্রধান সাক্ষী দালাল সামছুল হক,মো: সাইফুল। কানলা গ্রামের আ: হাই,মাজু মিয়া, হারুন মিয়া, আলমগীর। (মামলা নং ৮/৯/২০২৪ ইং, ৫০১/২৪ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত নাম্বার -২ কিশোরগঞ্জ।)
জনাব মোঃ বাচ্চু মিয়া সওদাগরের নামে ১৪ই জুলাই ২০২৪ ইং কিশোরগঞ্জে মামলা করা হয়। ব্যবসায়িক সমাজের সম্মানিত সদস্য ও এলাকাবাসীরা বলেন, সেদিন বাচ্চু মিয়া যথাসময়ে তার ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিল। ব্যবসায়ীরা বলেন, উক্ত দিনে বাচ্চু মিয়া যথাসময়ে দোকানে এসেছে দোকান খুলেছে এবং যথাসময়ে ব্যবসায়ী কার্যক্রম পরিচালনা করেছে।
উক্ত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে ইছাহাক শপিং কমপ্লেক্স ব্যবসায়ী কল্যাণ সমিতি সহ চট্টগ্রামের ব্যবসায়ী সমাজ ও এলাকাবাসী।
বিষয়টি জানতে মামলার বাদি গাজী মিয়াকে একাধিকবার ফোন দিলে ফোন ধরেননি। পরবর্তীতে ফোন ধরে কথা শুনে কেটে দিয়েছেন। কোন উত্তর করেননি। পরবর্তীতে ভিন্ন জনে ফোন ধরে কিন্তু কথা শুনলেও প্রতি উত্তর দেননি।
মিথ্যা মামলা প্রত্যাহারে প্রতিবাদে গণস্বাক্ষরকারীরা হলেন ১/জনাব,মোঃ আনোয়ার হোসেন, সভাপতি, ইসাক শপিং কমপ্লেক্স ব্যবসায়ী কল্যাণ সমিতি। চট্টগ্রাম। ২/জনাব,
মোহাম্মদ কায়সার আহমেদ চৌধুরি। প্রধান পরিচালক, হযরত খাইরুল্লাহ শাহ মাস্টার বাবার দরবার শরিফ। সভাপতি, হযরত খাইরুল্লাহ শাহ জামে মসজিদ, বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম। ৩/জনাব,মোহাম্মদ ইবাদুর রহমান আনার,
সেক্রেটারি, ইসহাক শপিং কমপ্লেক্স ব্যবসায়িক কমিটি,বাইজিদ বোস্তামী,চট্টগ্রাম। ৪/জনাব, মোহাম্মদ বুলবুল আহমেদ,স্থানীয় বাসিন্দা ও সমাজসেবক বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম। ৫/ জনাব, মোহাম্মদ ফিরোজ মিয়া। স্থানীয় বাসিন্দা ও সমাজসেবক ধনীর পাহাড়, বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম। ৬/ জনাব,মোহাম্মদ কালাম মিয়া। স্থানীয় বাসিন্দা ও সমাজসেবক ধনীর পাহাড়, বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম। ৭/ জনাব, মোহাম্মদ হারিস মিয়া। স্থানীয় বাসিন্দা ও সমাজসেবক ধনীর পাহাড়, বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম। আরো ইসাক শপিং কমপ্লেস ব্যবসায়ী কল্যাণ সমিতির মার্কেটের ব্যবসায়ী, এলাকার ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গগণ গণস্বাক্ষর করেন।
Leave a Reply