মোঃ জুলহাস উদ্দিন হিরো, শেরপুর প্রতিনিধি।
শেরপুরে গত কয়েক সপ্তাহ ধরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সবজির দাম। ফলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে নিত্য প্রয়োজনীয় সবজি। জেলা সহ বিভিন্ন বাজার গুলোতে প্রতিদিন বাড়ছে নিত্য পণ্যের দাম। স্বস্তি নেই ডিম,মুরগী ও মাছের বাজারেও।
সবজির বাজারে কাচা মরিচের কেজি ৫০০ টাকা, পিয়াজ ১২০,রসুন ২৫০, আলু ৭০, বেগুন ১৪০, করলা ১২০, গাজর ২১০, কচুর লতি ১০০, মুলা ১০০, পটল ১০০, ঢেঁড়স ১৪০, শসা ৮০, সিম ২৪০, মিষ্টি কুমড়া ৭০, পেঁপে ৪০, লাউ ১০০, বাধা কপি ৯০,
ডিম ৭০, বয়লার ১৯০, দেশি মুরগী ৫৫০, পাঙ্গাশ ১৮০, গরু মাংস ৭৫০, খাসি ১০০০।
এমতাবস্থায় বাজারে গিয়ে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। তারা বলেন, অন্যান্য নিত্যপণ্যের মতো শাক-সবজির বাজারেও এখন সিন্ডিকেট তৈরি হচ্ছে। সঠিকভাবে বাজার মনিটরিং না হওয়ার কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেলের সাথে কথা হলে তিনি বলেন, বন্যা পরিস্থিতি কারণে ব্যস্ত সময় পার করতে হচ্ছে। আগামীকাল ১৬ অক্টোবর ( বুধবার ) তিনি নিজে থেকে বাজার মনিটরিং করা হবে বলে জানান।
Leave a Reply