মোহাম্মদ মাসুদ
সিএমপির বন্দর থানা পুলিশের চৌকস অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ দুইজন দুষ্কৃতিকারী গ্রেফতার।
গত ১৭ অক্টোবর সকাল ৮টায় বন্দর থানাধীন মুনসুর মার্কেটের বিপরীত পাশে হতে ডাকাতি প্রস্তুতিকালে আসামি ১। মোঃ শিপন মিয়া (২৮) ও ২। মোঃ শাকিল (১৯)-কে আটক করে। আটকের সময় কয়েকজন দুষ্কৃতিকারী ডাকাত অস্ত্রশস্ত্র রেখে পালিয়ে যায়।
সিএমপি অতিরিক্ত উপ পুলিশ কমিশনার কাজী মোঃ তারেক আজিজ এডিসি (পিআর) বলেন, একজন সিকিউরিটি গার্ড বন্দর থানা পুলিশকে খবর দিলে রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে কেএসআরএম কোম্পানির আমদানিকৃত স্ক্রাপ (লোহা) বহনকৃত ট্রেইলার গাড়িসমূহের কাছে কতিপয় দুষ্কৃতিকারী ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্রসহ সমবেত হয়ে ডাকাতি করার প্রস্তুতি গ্রহণ করতে দেখে একজন সিকিউরিটি গার্ড বন্দর থানা পুলিশকে খবর দিলে এসআই (নি.) মোঃ রাজ্জাকুল ইসলাম রুবেল সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে আসামি ১। মোঃ শিপন মিয়া (২৮) ও ২। মোঃ শাকিল (১৯)-কে আটক করলেও কয়েকজন দুষ্কৃতিকারী ডাকাত অস্ত্রশস্ত্র রেখে পালিয়ে যায়।
তিনি আরো বলেন, তাৎক্ষণিক গ্রেফতারকৃতদের দেহ তল্লাশি করে ০১ নং আসামি মোঃ শিপন মিয়ার দখল থেকে ক) ০১টি টিপছোরা ও খ) ০১টি স্টিলের বড়ো ছুরি ও ০২ নং আসামি মোঃ শাকিলের দখল থেকে গ) ০১টি স্টিলের ছোটো ছুরি ও ঘ) ০১টি কার্টার এবং ঘটনাস্থলে ছড়ানো-ছিটানো অবস্থায় ঙ) ০১টি এসএস পাইপ, চ) একটি হকস্টিক, ছ) তিনটি বড়ো কাঁচি, জ) ০১টি কাটার প্লাইয়ার্স উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে সিএমপির বন্দর থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।