গরিবের দুধ-কলা
তাসলিমা জান্নাতুল মাওয়া।
দিন কয়েক আগে
ফিরল বাবা বাজার থেকে
দুধ-কলা নিয়ে সাথে।
মা তো রেগে খুন
চাল নাই,ডাল নাই
ভাতে কি খাবে নুন?!
শুধালো বাবা মাকে,
বুঝলে গিন্নি,
বাজার বেজায় চড়া
চোখ যে ছানাবড়া;
সধ্যমতো কিনতে পেলুম
শুধুই দুধ-কলা।
দুধের অনেক পুষ্টিগুণ
বলতে মাসেক আগে;
আবদার কি আর মিটাতে পেরেছি-
অভাবের তাড়নাতে!
শাক-সবজিতে লেগেছে আগুন
পেঁয়াজে বেড়েছে ঝাঁঝ,
দুধ-কলাতেই মঙ্গা ঘুচুক
এই গরিবের আশ।