মোঃ মামুন হোসেন (পাবনা)
সারা দেশের ন্যায় ঘূর্ণিঝড় দানার প্রভাব পরতে শুরু করেছে পাবনায়। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় দানার প্রভাবে পাবনা জেলায় মুল কাটা পেঁয়াজের ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৈরী আবহাওয়া, বৃষ্টি ও বাতাসে আখের গাছ মাটিতে নুয়ে পড়েছে। বিশেষ করে মুল কাটা পেঁয়াজের জমিতে পানি জমে পাবনার সুজানগর, সাঁথিয়া, বেড়াসহ বিভিন্ন উপজেলায় শত শত একর জমির পেঁয়াজ নষ্ট হওয়ার আশংকা করা হচ্ছে।
সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মুলকাটা পেঁয়াজের। শত শত বিঘা সদ্য লাগানো মুল কাটা পেয়াজ এখন দু’দিনের টানা বৃষ্টির পানির নিচে তলিয়ে আছে। তাই পেঁয়াজ চাষিরা খুবই দুশ্চিন্তাগ্রস্ত।
উল্লেখ্য, দেশের চাহিদার দুই-তৃতীয়াংশ পেঁয়াজ উৎপাদনের জন্য খ্যাত পাবনা। এ জেলার সুজানগর, সাঁথিয়া ও বেড়া উপজেলার হাজার হাজার একর জমিতে পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যে জমিতে মুল কাটা বেচন লাগানো হয়েছে। জমিতে লাগানো মুল কাটা বেচন অঙ্গুরোদগম হওয়ার আগেই বৃষ্টির পানির নিচে তলিয়ে আছে। এই মুল কাটা পেঁয়াজ নষ্ট হয়ে গেলে দেশে পেঁয়াজের উৎপাদন মারাত্বভাবে বিঘ্নিত হবে।
পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের চোকদার পাড়া এলাকার কৃষক মোঃ মোসলেম বিশ্বাস জানান, আমার পেঁয়াজের ব্যাপক ক্ষতি হয়েছে। বাঁকিতে বেচন এনে ৩ বিঘা পেঁয়াজ লাগিয়েছি। এই বৃষ্টিতে আমার সব পেঁয়াজের জমি পানিতে তলিয়ে আছে। জমি পানিতে ডুবে থাকায় লাগানো বেচন সব পঁচে নষ্ট হয়ে যাবে। ৩লক্ষাধিক টাকা ক্ষতি হয়ে গেল আমার।
বিভিন্ন উপজেলাতে একই অবস্থা বলে স্থানীয়রা জানান। এটা বড় ধরণের একটা ধাক্কা বলে অভিহিত করছেন ভূক্তভোগী কৃষকরা।
আরেক কৃষক মোঃ ইকবাল বিশ্বাস বলেন, আমি গরিব মানুষ, নিজের জমি নেই। লোন করে চড়া দামে জমি রাখছি। টাকা না থাকায় ব্যাপারির থেকে বেশি দামে মুল কাটা পেঁয়াজের বেচন কিনছি। একটু লাভের আশায় পেঁয়াজ গুলো লাগাইলাম বৃষ্টি এসে আমার সব শেষ করে দিল।
আমার সব পেঁয়াজ বৃষ্টিতে তলিয়ে গেল।
এখন কিভাবে আমি বেচন, সার- বিষের বকেয়া টাকা পরিশোধ করব।
দাসপাড়ার সার ও কীটনাশক ব্যবসায়ী মোঃ শান্ত প্রাং বলেন, অন্যান্য বছরের চেয়ে এবার আমাদের এলাকার কৃষকেরা মুল কাটা পেঁয়াজ বেশি লাগিয়েছে। কিন্ত দুঃখের বিষয় পেঁয়াজ লাগানো শেষ হতে না হতেই বৃষ্টিতে বেশির ভাগ পেঁয়াজের জমিই পানির নিচে তলিয়ে আছে। এটা আমাদের এলাকার কৃষকদের জন্য অপূরণীয় এক ক্ষতি।
সরদার পাড়া কৃষক মোঃ বিপুল সরদার জানান, এবার বেচনের দাম অনেক বেশি। হাতে নগদ টাকা না থাকায় বেশির ভাগ কৃষকই বিভিন্ন ব্যাংক, থেকে টাকা ঋণ নিয়ে বেচন কিনে পেঁয়াজ লাগিয়েছে। কিন্তু বৃষ্টির কারণে আমার প্রায় ২ লক্ষ টাকার পেঁয়াজ ক্ষতিগ্রস্থ হলেও ব্যাংকের লাভের টাকা ঠিকই পরিশোধ করতে হবে। কিন্ত কিভাবে এখন এসব টাকা আমি পরিশোধ করব।
অটো ক্রপ কেয়ার লিমিটেড এর মাঠ পরিদর্শক মোঃ শাহিনুর রহমান বলেন, বৃষ্টির ফলে সদ্য লাগানে মুল কাটা পেঁয়াজ পানির নিচে তলিয়ে আছে। দ্রুত পানি নিষ্কাসন না হলে কৃষকেরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে। এছাড়া পেঁয়াজ পচনসহ বিভিন্ন রোগব্যাধিতে আক্রান্ত হবে।