ওবায়দুর রহমান, মাগুরা জেলা প্রতিনিধি।
মাগুরা মহম্মদপুরে মেলা বন্ধের দাবীতে মানববন্ধন করেছেন ওলামা-মাশায়েক ঐক্য জোট ও তাওহীদি জনতা।মানববন্ধন বক্তারা বলেন,মহম্মদপুর সদরে মধুমতী নদীতে নৌকা বাইচ এর নামে যে বেহায়া হয় এই বেহায়াপনা ও শরিয়ত বিরোধী কাজ নবী পাক( স:) নামে নাম করণ মহম্মদপুর উপজেলার মাটিতে আর হতে দেওয়া হবে না,এত আওয়ামিলীগ সরকার ক্ষমতায় থাকতে হিন্দুরা না, আমরা মুসলমানেরা এদেশে সংখ্যালঘু ছিলাম,কোন কথা আমরা বলতে পারিনি ও ইসলামি কোন কর্মকাণ্ড আমাদের বাঁধাহীন ভাবে করতে দেওয়া হয়নি।আজ ছাত্রজনতা আন্দোলনের মাধ্যমে দেশ থেকে স্বৈরাচার, জালিম,ফ্যাসিবাদের পতনের পর আমাদের কথা বলার মত সুযোগ সৃষ্টি হয়েছে। এমপি বীরেন শিকদার দীর্ঘদিন ধরে তার বাপের নামে মেলা দিয়ে যে বেহায়াকে মহম্মদপুরে ঢুকিয়ে দিয়েছে সেটা আর এই তাওহীদি জনতা হতে দেবে না,মেলা করার কোন চেষ্টা করা হলে তাওহীদি জনতা তা ভেঙে চুরে দেবে,প্রয়োজনে সেখানে আমরা জীবন দিবো,তাও মেলা হতে দেওয়া হবে না।
মানববন্ধন থেকে বড়রিয়ার মেলা ও জুয়া বন্ধের দাবীও করা হয়।এ মানববন্ধনের অংশ নেন,হেফাজতে ইসলাম বাংলাদেশ , ইসলামী আন্দোলন বাংলাদেশ,বাংলাদেশ জামায়াতী ইসলাম সহ ইসলামী সমমনা দলগুলোর নেতাকর্মী ও তাওহীদি জনতা।আজ ২৬/১০/২৪ তারিখ শনিবার বিকালে মহম্মদপুর বাসস্ট্যান্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।উল্লেখ্য মাগুরা-২আসনের সংসদ সদস্য শ্রী বীরেন শিকদার প্রতি বছর ৪ নভেম্বর তিনার বাবা বিহারি লালের নামে নৌকা বাইচ এর মেলা করে আসছে,সেই ধারাবাহিকতাকে বজায় রোখতে মেলাটিকে বিহারি লালের নাম বাদ দিয়ে মহম্মদপুরের মেলা বলে কেউ কেউ সেটা করার পক্ষে থেকে মেলা করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।এছাড়া শতবর্ষ ধরে মহম্মদপুরের বড়রিয়া এলাকায় ঘোড় দৌড়ের মেলা হয়ে আসছে।