রায়পুর (লক্ষীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের রায়পুরে একটি কমিটি দিয়ে হইচই ফেলে দিয়েছে উপজেলার কেরোয়া ইউনিয়ন সেচ্ছাসেবক দল। দল ভারী করতে নাবালক শিশুরাও পেয়েছে দলীয় সদস্যপদ। চাঞ্চল্যকর এমন ঘটনা ঘটেছে উপজেলার কেরোয়া ইউপির ২ নম্বর ওয়ার্ড সেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটিতে।
রোববার (২৭ অক্টোবর) রাতে প্রকাশিত কমিটিতে ঠাঁই হয়েছে অন্তত পাঁচ নাবালকের।
ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক রাজন হোসেন রাজু ও সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত কমিটিতে ঠাঁই হয়েছে পনেরো বছর বয়সী নাবালক ইমনের। অবশ্য সেচ্ছাসেবক দলের সদস্য পদ পাওয়া নিয়েও জানে না ছেলেটি।
শুধু ইমন নয়। বিশ্বাস,পিয়াস,রনি, রানা ও মিঠুরা কমিটিতে সদস্য পদ পেলেও তাদের কেউই জানে না এ বিষয়ে। তাদের সবার বয়স গড়ে তেরো থেকে সতেরো বছর।
হঠাৎ সেচ্ছাসেবক দলের সদস্যপদ পাওয়ায় কিছু বুঝে উঠতে না পেরে চাপা ভয়ে সময় কাটছে এসব শিশুদের। তারা জানায়, এই কমিটির সদস্য সচিব মোঃ শিপন তাদের না জানিয়ে নাম দিয়েছে। নিজে পদ বাগিয়ে নিতে এই কাজ করেছে শিপন।
জানতে চাইলে ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক রাজন হোসেন রাজু বলেন, এরা কিভাবে সদস্য হয়েছে তা ওয়ার্ডের লোকজন জানে। আমরা অবশ্যই ওয়ার্ড দায়িত্ব প্রাপ্তদের শোকজ করবো। নাবালক ও রানিং স্টুডেন্টরা কমিটিতে আছে জানা থাকলে আমি আগেই ব্যবস্থা নিতাম।
এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন রায়পুর উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক শাহরিয়ার ফয়সাল। অতিদ্রুত ব্যবস্থার আশ্বাস দিয়েছেন তিনি।
Leave a Reply