আব্দুল মজিদ মল্লিক,আত্রাই (নওগাঁ) থেকে:
'সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ প্রতিপাদ্যের আলোকে নওগাঁর আত্রাইয়ে ৫৩তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ র্যালি এবং আলোচনা সভার আয়োজন করেছে। গতকাল শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় আত্রাই উপজেলা সমবায় অফিসার এস এম নাজিম উদ্দীন আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মোয়াজ্জেম হোসেন, আত্রাই থানা পুলিশের অফিসার (তদন্ত) লুৎফর রহমান, উপজেলা একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার, পরিসংখ্যান অফিসার মোঃ সাইফুল ইসলাম,সহকারী প্রশাসনিক অফিসার মোঃ আহসান হাবিব নাঈম'সহ
সরকারি কর্মকর্তা, এনজিও কর্মী, সাংবাদিক, সুশীল সমাজসহ সমবায়ীরা সভায় উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সমবায়ীর মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়েছে।