আব্দুল মজিদ মল্লিক,
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাই উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে এসএম রেজাউল ইসলাম রেজু সভাপতি ও তছলিম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বুধবার (৬ নভেম্বর) আহসান উল্লাহ মেমোরিয়াল সরকারী স্কুলে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সভাপতি,সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচন করা হয়। উপজেলার ৮ ইউনিয়নের ৭১ জন করে মোট ৫৬৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য সহকারী অধ্যাপক ছাইফুল ইসলাম জানান, সকাল সাড়ে ৯ টাকা থেকে বিরতিহীন বেলা ২ টা পর্যন্ত ভোট গ্রহন করা হয়। এ ভোটে এসএম রেজাউল ইসলাম রেজু ৪৮৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এমদাদুল হক পিন্টু পেয়েছেন ৫৮ ভোট। সাধারণ সম্পাদক পদে তছলিম উদ্দিন ২৯৪ ভোট পেয়ে নিবাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মান্নান সরদার পেয়ছেন ২২৬ ভোট। সাংগঠনিক সম্পাদ পদে ৩৩০ ভোট পেয়ে আবু বক্কর ছিদ্দিক ও ২৪৫ ভোট পেয়ে কামরুল হাসান সাগর নির্বাচিত হন।
এদিকে বিকেলে কাউন্সিল উপলক্ষে আহসান উল্লাহ মেমোরিয়াল সরকারী স্কুল মাঠে এক সম্মেলন অনুষ্ঠিত হয়। আত্রাই উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল জলিল চকলেটের সভাপতিত্বে এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা লে. কর্ণেল (অব.) আব্দুল লতিফ খান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু, সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, নওগাঁ সাবেক পৌর মেয়র নাজমুল হক সনি, যুগ্ম আহবায়ক এসএম রেজাউল ইসলাম রেজু,
জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম টুকু, আমিনুল ইসলাম বেলাল, মামুনুর রহমান রিপন, শফিউল আজম রানা, রাণীনগর থানা বিএনপির সভাপতি এছাহক আলী প্রমুখ।
Leave a Reply