মোঃ জুলহাস উদ্দিন হিরো, স্টাফ রিপোর্টার।
শেরপুরের নালিতাবাড়ীতে বক পাখি শিকার করতে এসে ধানক্ষেতে পাতা ইদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎপৃষ্ট হয়ে আমির উদ্দিন (৩৫) নামে এক শিকারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (৬ নভেম্বর) সকালে নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে প্রেরন করেছে পুলিশ। এর আগে মঙ্গলবার বিকেলে উপজেলার মরিচপুরান ইউনিয়নের দক্ষিণ কোন্নগর এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। নিহত আমির উদ্দিন পাশ্ববর্তী নকলা উপজেলার গনপদ্দী ইউনিয়নের খারজান এলাকার বরকত আলীর ছেলে।
সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে আমির উদ্দিন নালিতাবাড়ী উপজেলার দক্ষিণ কোন্নগর এলাকার আলহাজ্ব ফরহাদ আলীর আমন ধানক্ষেতে বক পাখি শিকার করার জন্য কলাপাতা ও গাছের ডালপালা দিয়ে তৈরি ঘরের মতো একটি ফাঁদ পাতেন। এসময় ওই ধানক্ষেতে ফসল রক্ষা করার জন্য একটি ইদুর মারার বৈদ্যুতিক ফাঁদও পাতা ছিল। একপর্যায়ে ওই বৈদ্যুতিক ফাঁদে শক লেগে মৃত্যুবরন করেন শিকারী আমির উদ্দিন। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে থেকে আমির উদ্দিনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে বুধবার সকালে ময়না তদন্তের জন্য শেরপুর সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।