আব্দুল মজিদ মল্লিক,
আত্রাই(নওগাঁ) থেকে:
'আসুন মানব পাচার ও বাল্যবিবাহ প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়ন করি,এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে প্রয়াস মানবিক
উন্নয়ন সোসাইটির আয়োজনে
গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মানব পাচার ও বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির দায়িত্ব ও কর্তব্য বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
৮ নং হাটকালুপাড়া ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির সভাপতি ও হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আফজাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াসের রাজশাহী বিভাগীয় প্রজেক্ট ম্যানেজার মোঃ দুরুল ইসলাম।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা (এফএসটিআইপি) প্রজেক্ট অফিসার সাহানাজ আক্তার, আত্রাই উপজেলা কমিউনিটি অর্গানাইজার মোছাঃ আদুরী খাতুন,
আত্রাই থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যায়যায়দিনে উপজেলা প্রতিনিধি মোঃ ওমর ফারুক,সদস্য মোঃ আজমুল হোসাইন,সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ বেগম আরা,ডেইজি আক্তার,সদস্য মোঃ জাহাঙ্গীর আলম,মোঃ আজিজার রহমান,
সামসুর রহমান,বুলবুল আহমেদ,রফিকুল ইসলাম, স্বপন, প্রধান শিক্ষক মোঃ আব্দুল জলিল,সহকারী শিক্ষক মোঃ সাইফুল ইসলাম সহকারী সচিব নিলয় প্রমুখ।