নড়াইল প্রতিনিধি:-
নড়াইলে বিশেষ টাস্কফোর্স ও ভোক্তার অভিযানে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৮ (আট) হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (০৮ নভেম্বর) সকাল ১১টার দিকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারক ও পর্যালোচনা সংক্রান্ত জেলার বিশেষ টাস্কফোর্স কমিটি কর্তৃক নড়াইল সদরের মাইজপাড়া বাজার তদারকিকালে টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক শামীম হাসান এ জরিমানা করেন।
ভোক্তার সহকারি পরিচালক শামীম হাসান জানান, জেলার বিশেষ টাস্কফোর্স ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক সদরের মাইজপাড়া বাজার তদারকিকালে ভোক্তা অধিকার আইনের ৩৭ ও ৫১ ধারায় যথাক্রমে মেসার্স আনন্দ স্টোরকে ৫ হাজার টাকা এবং মেডিসিন র্কণারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় অন্যান্যের উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী নড়াইল ক্যাম্পের সেনা সদস্যরা, জেলা বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্য কনজুমাসর এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)এর জেলা কমিটির সেক্রেটারী কাজী হাফিজুর রহমান, ছাত্র প্রতিনিধি মো: নবাব মোল্যাসহ অন্যান্য সদস্যরা।
এছাড়াও দোকানের পণ্যের বিক্রির মুল্যে তালিকা ও মেমো না থাকলে এবং মিথ্যা তথ্য প্রদান করলে ভবিষ্যতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সর্তক করেন বিশেষ টাস্কফোর্স কমিটি ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। লাভের নামে সাধারণ মানুষদের যাতে ক্ষতি না হয় এবং অসাধু উপায়ে বাজারে অস্থিতিশীল পরিবেশ তৈরী করলেও অনুরূপ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে জানান তারা।